বাংলার মুকেশ ৫ কোটিতে দিল্লিতে কেকেআরে শাকিব ও লিটন

হাতে মাত্র সাত কোটির সামান্য কিছু অর্থ থাকলেও তা দিয়ে দলের ফাঁকফোকর ভরানোর আপ্রাণ চেষ্টা করল কলকাতা নাইট রাইডার্স।

Must read

প্রতিবেদন : ২০২২ সালটা ভুলতে পারবেন না বাংলার মুকেশ কুমার। এই বছরই ভারতীয় দলে প্রথম ডাক পান। আর এবারই বাংলার পেসারকে নিয়ে নিলাম টেবলে জোর লড়াই চলল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। শেষ পর্যন্ত মুকেশকে কিনে নিল দিল্লি। তাঁর দাম উঠল ৫ কোটি ৫০ লক্ষ টাকা। মুকেশ অবাক নিলামে বিরাট দাম পেয়ে। ফোনে বললেন, ‘‘অসাধারণ অনুভূতি হচ্ছে। নিজের পরিশ্রমের ফল পাচ্ছি। প্রচুর অভিনন্দন, শুভেচ্ছাবার্তা পাচ্ছি, ব্যস্ততাও রয়েছে। খুব ভাল লাগছে। চেষ্টা করব আইপিএলেও নিজের সেরাটা দিতে।’’ মুকেশ দল পেলেও অভিমন্যু ঈশ্বরণরা দল পেলেন না।

আরও পড়ুন-চাপ আমার সেরা খেলা বের করে আনে : শ্রেয়স

এদিকে, হাতে মাত্র সাত কোটির সামান্য কিছু অর্থ থাকলেও তা দিয়ে দলের ফাঁকফোকর ভরানোর আপ্রাণ চেষ্টা করল কলকাতা নাইট রাইডার্স। দলে একজন ওপেনার দরকার ছিল। নিলামে শেষ বেলায় বাংলাদেশের লিটন দাসকে তুলে চমক দিল কেকেআর। ৫০ লক্ষ টাকার বেস প্রাইসেই তাঁকে দলে নিল দু’বারের আইপিএল জয়ীরা। গতবার অবিক্রিত থাকা বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকেও ফিরিয়ে নিল কেকেআর। দেড় কোটি টাকায় শাকিবকে নিল নাইটরা।

আরও পড়ুন-বন্ধুর টানে মেসির বাড়িতে সুয়ারেজ

এবারের বিজয় হাজারে ট্রফিতে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়া তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটসম্যান নারায়ণ জগদীশনকে নিলাম থেকে ৯০ লক্ষ টাকায় তুলে নিয়েছে কেকেআর। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে খেলা পেসার-অলরাউন্ডার ডেভিড ওয়াইসকে দলে নিল নাইটরা। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে সফল দুই ভারতীয় পেসার কুলবন্ত খেজরোলিয়া এবং বৈভব অরোরাকে অল্প টাকাতেই দলে নিয়েছে নাইট ম্যানেজমেন্ট। এছাড়াও ১৯ বছরের তরুণ অলরাউন্ডার সুয়াশ শর্মাকে নিয়েছে তারা।

Latest article