শাকিবদের ইতিহাস,আজ সিরিজে চোখ

রবিবার জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়তে মুখিয়ে টাইগারবাহিনী।

Must read

সেঞ্চুরিয়ন, ১৯ মার্চ : ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও আন্তর্জাতিক ম্যাচে জিতল তারা। শুক্রবার সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের ৩৮ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছেন শাকিব আল হাসানরা। রবিবার জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়তে মুখিয়ে টাইগারবাহিনী।

আরও পড়ুন-ব্যবসায়ীর রহস্যমৃত্যু

সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে শাকিব আল হাসান (৭৭), লিটন দাস (৫০), ইয়াসির আলির (৫০) ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৪ রান করে বাংলাদেশ। জবাবে মেহদি হাসান (৪ উইকেট), তাসকিন আহমেদের (৩ উইকেট) বোলিং দাপটে ২৭৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ইয়াসির আলি বলেন, ‘‘মাউন্ট মাউনগানুইয়ে টেস্টে নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশ দল বিশ্বাস করে দেশের বাইরে আমরা এখন যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি। এখানে সিরিজ জেতারই চেষ্টা করব আমরা।”

Latest article