তরুণরা টেস্ট খেলছে না দেখে হতাশ লারা

এই প্রবণতা দেখে হতাশ ক্যারিবিয়ান ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি মনে করেন, আইসিসি-র এই ব্যাপারে পদক্ষেপ করা উচিত।

Must read

ত্রিনিদাদ, ১৯ মার্চ : বিশ্ব জুড়ে তরুণ ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট ছেড়ে টি-২০ লিগে ঝুঁকছে। ওয়েস্ট ইন্ডিজে এটা বেশি হচ্ছে। এই প্রবণতা দেখে হতাশ ক্যারিবিয়ান ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি মনে করেন, আইসিসি-র এই ব্যাপারে পদক্ষেপ করা উচিত। এক সাক্ষাৎকারে লারা বলেন, ‘‘দেশ সব সময় আগে রাখা উচিত। দেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দিতে হবে। দেশের হয়ে যখন আমি খেলেছি তখন আমার কাছেও অন্য সুযোগ ছিল। কিন্তু এখন সময় বদলেছে। ক্রিকেটারদের মানসিকতাও বদলেছে। এটা দেখেই আমি হতাশ যে তরুণরা টেস্ট ক্রিকেট ছেড়ে টি-২০ লিগে খেলতে যাচ্ছে। আইসিসি-র এই ব্যাপারে এগিয়ে এসে নিয়ম করে দেওয়া উচিত। নিয়মে বলে দেওয়া উচিত, ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলতে যাওয়ার আগে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ দেশের হয়ে খেলতে হবে। এই ধরনের কিছু একটা করা সত্যিই জরুরি হয়ে পড়েছে।”

আরও পড়ুন-শাকিবদের ইতিহাস,আজ সিরিজে চোখ

ক্রিকেটের বাইবেল খ্যাত এমসিসি সম্প্রতি নিয়ম বদলে ‘মানকাডিং’-কে নিয়মিত রান আউটের পর্যায়ে ফেলেছে। অর্থাৎ ‘মানকাডিং’ আউট আর অখেলোয়াড়িসুলভ নয়। কিন্তু লারা তা মনে করেন না। তিনি বলে দিলেন, ‘‘আমি এখনও মনে করি ‘মানকাডিং’ ক্রিকেটীয় স্পিরিটের বিরোধী।” ক্যারিবিয়ান কিংবদন্তি আরও বলেন, ‘‘বিরাট কোহলির অফ ফর্ম সাময়িক। ও দুর্দান্ত মানের ব্যাটসম্যান। খুব তাড়াতাড়ি বড় রান পাবে।” ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মারও সাফল্য কামনা করেছেন লারা।

Latest article