প্রতিবেদন : কথায় আছে, স্বভাব যায় না মলে। এই ধ্রুব সত্যটা এখন নিজেদের ক্ষেত্রে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে সিপিএম। ভাঁওতাবাজি আর মিথ্যাচারের রাজনীতি করে দীর্ঘ ৩৪ বছর বাংলার বুকে ক্ষমতায় ছিল সিপিএম। ক্ষমতাচ্যুত হওয়ার ১৩ বছর পরেও সেই স্বভাবটা ছাড়তে পারছে না শূন্য থেকে মহাশূন্যগামী সিপিএম।
আরও পড়ুন-মধ্যযুগীয় জায়গা থেকে শিক্ষাকে দেখছে কেন্দ্র
প্রশ্ন উঠেছে, হঠাৎ সিপিএমের এমন কংগ্রেসপ্রেম জেগে উঠছে কেন? যেখানে কংগ্রেস মুখপাত্র বলছেন রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙেছে বিহারের কাটিহারে, বাংলায় নয়, সেখানে সিপিএম এমন নোংরা খেলায় নামল কেন? লজ্জা-ঘেন্নার মাথা খেয়ে কেন এমন সুপরিকল্পিত মিথ্যাচার ‘গণশক্তি’তে? এর জবাবে সিপিএমের মুখোশ খুলে দিয়ে ট্যুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, রাহুল গান্ধীর সঙ্গে যে সিপিএম আজ আদিখ্যেতা করে ছবি তুলছে, তারাই রাহুলের ঠাকুরমাকে বলেছিল ডাইনি। রাহুলের বাবার কার্টুন এঁকে দেওয়াল লিখেছিল, গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। তাঁকে ক্ষমতাচ্যুত করতে হাতও মিলিয়েছিল বিজেপির সঙ্গে। এখন তারা একা লড়লে ৪২ আসনে জমানত জব্দ হবে। তাই পাগলের মতো হ্যাংলামি করে বেড়াচ্ছে সিপিএম।