নয়াদিল্লি, ২৬ জুন : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজেও ভারতীয় দলে একঝাঁক নতুন মুখকে দেখা যেতে পারে। আর এই তালিকায় সবার আগে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কি রিঙ্কু সিংয়ের নাম।
আরও পড়ুন-রিকেলমের বিদায়ী ম্যাচে মেসি, রেকর্ড নয়, ট্রফিই আসল
ক্যারিবিয়ান সফরের টেস্ট এবং একদিনের দল জানিয়ে দিলেও, টি-২০ সিরিজের দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে আগামী ৩ অগস্ট থেকে। চলতি সপ্তাহেই এই সিরিজের দল জানিয়ে দিতে পারে বোর্ড। রিঙ্কু ছাড়াও, আইপিএলে ভাল খেলা তিলক ভার্মা, সাই সুদর্শনদের দিকেও নজর রয়েছে জাতীয় নির্বাচক কমিটির।
আরও পড়ুন-‘আগে উজ্জ্বলা ফিরিয়ে দাও’ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
এবারের আইপিএলে কেকেআরে হয়ে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন রিঙ্কু। ১৪ ম্যাচে ১৪৯.৫২ স্ট্রাইক রেটে মোট ৪৭৪ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টানা পাঁচ বলে ছয় হাঁকিয়ে দলকে জিতিয়ে রাতারাতি নায়ক বনে গিয়েছিলেন রিঙ্কু। পরের ম্যাচগুলোতেও ব্যাটে ধারাবাহিকতা দেখিয়েছিলেন। কোনও অঘটন না ঘটলে, ক্যারিবিয়ান সফরের টি-২০ সিরিজেই জাতীয় দলে অভিষেক ঘটতে চলেছে রিঙ্কুর। এদিকে, মহম্মদ শামিকে টেস্ট ও একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে টি-২০ সিরিজে ফেরানো হচ্ছে অভিজ্ঞ পেসারকে।