প্রতিবেদন: হল না জামিন। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জেলেই থাকবেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। বুধবার এই মামলায় ব্যাঙ্কশাল আদালতে শান্তনুর (Shantanu Banerjee) কেস ডায়েরি জমা দেয় ইডি। কেস ডায়েরি জমা দিয়ে ইডির দাবি, তদন্তে প্রায় ২৫ জন প্রভাবশালীর নাম উঠে এসেছে। কেস ডায়েরি দেখলেই তা পরিষ্কার হয়ে যাবে। বিচারককে ইডির তদন্তকারী অফিসার বলেন, কেস ডায়েরিতে প্রভাবশালীদের নামের তালিকা রয়েছে। তা দেখলেই বোঝা যাবে এই মামলা ভবিষ্যতে কোন দিকে যাবে। কিন্তু তদন্তের স্বার্থে তাঁরা ওই নামগুলি এখনই প্রকাশ্য আদালতে বলতে পারছে না। ইডি দাবি করে, বার্ষিক ৬ লক্ষ টাকা বেতনের কর্মচারীর কাছ থেকে এখনও পর্যন্ত ২০ কোটি টাকারও বেশি সম্পত্তি উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: গৃহীত হল কুণালের মানহানির মামলা