নিউইয়র্ক টাইমসে মোদি বন্দনার ভুয়ো ছবি, কটাক্ষ শান্তনুর

Must read

বিজেপির আইটি সেল সোশ্যাল মাধ্যমে ফেক নিউজ ছড়াতে সিদ্ধহস্ত। তার প্রমাণ রাজ্যবাসী দেখেছে ২০২১ বিধানসভা নির্বাচনের সময়ে। এবার নিউ ইয়র্ক টাইমসের-র ২২ সেপ্টেম্বর সংস্করণের প্রথম পাতার মর্ফড স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা গিয়েছে বিখ্যাত এই সংবাদ সংস্থা তাদের প্রথম পাতায় মোদির ছবি দিয়ে খবর করেছে এবং হেডলাইন করেছে ‘পৃথিবীর শেষ , এবং সর্বোত্তম আশা। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই খবরের সত্যতা যাচাই করতে গিয়ে দেখেছে এটি সম্পূর্ণভাবেই ভুল একটি তথ্য , যা ভাইরাল হচ্ছে সোশ্যাল মাধ্যমে। আর এ নিয়েই নাম না করে বিজেপির আইটি সেলকে কটাক্ষ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন। এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রীকেও।

আরও পড়ুন-উৎসবের মরসুমেই রাজ্যে বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

শান্তনু সেন ওই ভাইরাল ছবি টুইট করে লিখেছেন, “ভারতের নাম আন্তর্জাতিক মঞ্চে নিচু করে দেওয়ার অধিকার কে দিয়েছে পিএম (পাবলিসিটি মাস্টার)-কে। এর চেয়ে লজ্জার আর কিছু আর হতে পারে না। ‘পৃথিবীর শেষ , ও সর্বোত্তম আশা এবং পৃথিবীর সবথেকে শক্তিশালী ও জনপ্রিয় নেতা’ এই হেডলাইনে নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় যে খবরে ছবি দেখা যাচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো”।

Latest article