বঙ্গ

স্মৃতির মিথ্যাচার, জবাব তৃণমূলের

প্রতিবেদন : একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। সদ্য পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ ছাঁটাই হয়েছে মিড ডে মিল, জননী সুরক্ষা, স্বাস্থ্য মিশনের মতো প্রকল্পে। যার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল। অথচ মুখ বাঁচাতে নারী ও শিশু কল্যাণে কেন্দ্রের বরাদ্দ খরচ করা হচ্ছে না বলে হাওয়ায় অভিযোগ ভাসিয়ে দিয়েছেন কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, কেন্দ্রের তরফে যে টাকা দেওয়া হয়েছে তা খরচ করতে পারেনি রাজ্য সরকার। সঙ্গত ভাবেই কেন্দ্রীয় মন্ত্রীর এই ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানিয়েছে রাজ্য সরকার এবং তৃণমূল শিবির (Shashi Panja- Smriti Irani)।
রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja- Smriti Irani) কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করে পাল্টা আগামী অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে মিড ডে মিল-সহ নারী ও শিশুদের উন্নয়ন ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রকল্পে কেন বাজেট বরাদ্দ কমানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, হাওয়ায় অভিযোগ ভাসিয়ে দিলে হবে না। কোন কোন খাতে টাকা খরচ হয়নি তার বিস্তারিত হিসাব দিন। এবারের কেন্দ্রীয় বাজেটে নারী ও শিশু কল্যাণ খাতে বরাদ্দ কমে গেল কেন? শিশপ্রেম দেখাচ্ছেন? মিড-ডে মিলে বরাদ্দ ২.৫ শতাংশ কমল কেন? আগে উনি এইসব বিষয়গুলোর উপর নজর দিন। বিজেপি নেত্রীর দাবির পর পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একথা বলছেন স্মৃতি। তাঁর অভিযোগের কোনও সারবত্তা নেই। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, যারা ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর ৮৫ শতাংশ টাকা বিজ্ঞাপনের জন্য খরচ করে, তাদের মুখে এইসব কথা মানায় না। পশ্চিমবঙ্গ সরকার সঠিক ভাবেই কাজ করছে। রাজনৈতিক ভাবে ক্ষমতা দখল করতে পারছে না। তাই নানা রকম শর্ত আরোপ করে আর্থিক ভাবে অবরুদ্ধ করা হচ্ছে। প্রতিহিংসাপরায়ণতা থেকেই এই কাজগুলি করা হচ্ছে।

আরও পড়ুন-বিধানসভায় উঠবে কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গ

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago