বিধানসভায় উঠবে কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গ

Must read

প্রতিবেদন : ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বিধানসভার (West Bengal Legislative Assembly- TMC) আসন্ন বাজেট অধিবেশনে ফের সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে একটি বেসরকারি প্রস্তাব বা প্রাইভেট বিল আনার বিষয়েও চিন্তাভাবনা করা হয়েছে। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে প্রায় দেড় বছর ধরে বঞ্চিত বাংলা। বিষয়টি নিয়ে আগাগোড়াই সরব তৃণমূল।

আরও পড়ুন-দুই শিল্পপতির জন্য দেশ চালাচ্ছেন মোদি-শাহ

সম্প্রতি বীরভূমের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, ‘‘১০০ দিনের কাজের টাকা আগের বছর কমিয়ে দিয়েছিল। এবার ‘ড্রাস্টিক কাট’ করে দিয়েছে। তার মানে ১০০ দিনের কাজ আর আপনারা ওদের কাছ থেকে পাবেন না। যাঁরা কাজ করেছেন, তাঁদের মাইনি পর্যন্ত এখনও দেননি। আমাদের টাকা তোমরা আটকে রাখো কী করে? ইজ় ইট নট অ্যা ক্রিমিন্যাল অফেন্স? সংবিধানে বলা আছে, ১০০ দিনের কাজ করলে সময় মতো টাকা দিতে হবে। এটা কম্পালসারি। এটা অপশনাল নয়। এটা সাংবিধানিক। দেয়নি।’’ সূত্রের খবর, এবার এনিয়ে বিধানসভা অধিবেশনেও সোচ্চার হবে শাসকদল। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে রাজ্যের বাজেট অধিবেশন শুরু হবে। সূত্রের খবর, সেই অধিবেশনে ১০০ দিনের কাজ, গঙ্গাভাঙন রোধ-সহ একাধিক বিষয় নিয়ে সরব হতে চলেছে শাসকদল। গত নভেম্বরে গত বিধানসভা (West Bengal Legislative Assembly- TMC) অধিবেশনেও মুখ্যমন্ত্রী এনিয়ে সরব হয়েছিলেন। শোনা যাচ্ছে, দিল্লিতে বাংলার শাসকদল সর্বদলীয় প্রতিনিধি দল নিয়ে যাবে। গঙ্গাভাঙন-সহ বিভিন্ন যেসব বকেয়া আছে কেন্দ্রের কাছে, তার দাবি তুলবে তারা।

Latest article