বকেয়ার প্রসঙ্গ তুলে সুকান্তকে নিশানা শশী পাঁজার

রাত পোহালেই লোকসভা ভোট (Loksabha Vote)। এই অবস্থায় রাজ্যে ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকার দাবিকে সামনে রেখে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস

Must read

রাত পোহালেই লোকসভা ভোট (Loksabha Vote)। এই অবস্থায় রাজ্যে ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকার দাবিকে সামনে রেখে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় গিয়ে দলের বিধায়কদের কাছে সেই নিয়ে প্রশ্ন শুনতে হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। জানা যায়, বৈঠকে বিজেপি বিধায়কেরা ১০০ দিনের বকেয়া নিয়ে তৃণমূলের বিজেপি-বিরোধী প্রচার নিয়ে রাজ্য সভাপতিকে প্রশ্ন করেন। উত্তরে যদিও রাজ্য সভাপতি তাঁদের আইনের কথা বলেন। প্রকাশ্যে এই নিয়ে কেউই মুখ খোলেননি।

আরও পড়ুন-বকেয়ার প্রসঙ্গ তুলে সুকান্তকে নিশানা শশী পাঁজার

এবার সুকান্ত মজুমদার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন । তিনি নিজের বক্তব্যে বলেন, ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট এর নামে প্রহসন চলছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার এই প্রহসনটা করেন। শিল্প বলে কিছু হয় না, বিরিয়ানি খাওয়া নিয়ে মারামারিটা প্রত্যেকবার হয়।!!!’

আরও পড়ুন-প্রণামের সদস্যপদের আবেদন নিয়ে নয়া কার্যবিধি

তাঁর এহেন মন্তব্যে সরব হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি নিজের এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদারের এই ভিডিও শেয়ার করে লেখেন, ‘আপনার দলের শীর্ষ নেতৃত্বের জন্য আপনি এই মিথ্যা এবং ভিত্তিহীন বক্তব্য সংরক্ষণ করুন। একবারের জন্য রাজনৈতিক বিদ্বেষের আগুন জ্বালানো ছাড়া বাংলার বকেয়া তহবিলের উদ্বেগজনক ইস্যুটির সমাধান করার কথা ভাবুন। এমন নোংরা রাজনীতির ঘৃণ্য খেলা বন্ধ করতে হবে!’

 

Latest article