নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : ২০১৮ সালে ইংল্যান্ড সফরের সময় দ্বিতীয় একদিনের ম্যাচে মন্থর ব্যাটিং করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ৮৬ রানে ম্যাচটা হেরে গিয়েছিল ভারতীয় দল। যার জন্য ধোনির উপর খেপে গিয়েছিলেন রবি শাস্ত্রী। সিরিজের শেষ তথা তৃতীয় একদিনের ম্যাচের আগে হেডিংলিতে ড্রেসিংরুমে টিম মিটিংয়ের সময় সরাসরি নাম না করে ধোনির উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার তৎকালীন কোচ। ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর একটি বই লিখেছেন।
আরও পড়ুন-‘নেতাজিকে অনেকভাবে সম্মান জানানো যায়’ দেহবশেষ নিয়েও দাবি জানালেন অনিতা বসু পাফ
এই বইতেই ২০১৮ সালে ইংল্যান্ড সফরে কী ঘটেছিল তা প্রকাশ্যে এনেছেন তিনি। শ্রীধর লিখেছেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দশ হাজার রানের মাইল ফল স্পর্শ করেছিল ধোনি। ও ৫৯ বলে ৩৭ রান করে আউট হয়ে যায়। জেতার জন্য শেষ ১০ ওভারে ১৩ রান করে দরকার ছিল। কিন্তু আমরা পরের ছয় ওভারে মাত্র ২০ রান করতে পেরেছিলাম। ধোনিকে আগ্রাসী ভূমিকা নিতে দেখা যায়নি।’’ ওই হারের পরে ধোনির কৌশলে হতাশ হয়েছিলেন শাস্ত্রী। শেষ ম্যাচের আগে টিম মিটিংয়ে টিম ইন্ডিয়ার তৎকালীন কোচ বলেন, ‘‘তুমি যেই হও না কেন, এমন কোনও বিষয় ঘটতে পারে না, যখন জয়ের চেষ্টা না করে আমরা ম্যাচ হেরে বসব। আর এটা আমার সময় হতে পারে না। কেউ যদি তা করে, সেটাই হবে শেষ ক্রিকেট ম্যাচ।’’