সংবাদদাতা, নলহাটি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই পরিযায়ী শ্রমিকের পাশে থাকেন। তাঁদের সুবিধা-অসুবিধা দেখেন। বিপদে সাহায্য করেন। তাঁর দেখানো পথেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন সাংসদ তথা তৃণমূল নেত্রী শতাব্দী রায়। সোমবার তিনি একটি পরিবারের সঙ্গে দেখা করলেন। পরিবারের হাতে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার চেক আর্থিক সাহায্য হিসাবে তুলে দিলেন।
আরও পড়ুন-রাজ্যের উদ্যোগে মালদহে একগুচ্ছ প্রকল্পের সূচনা
নলহাটি বিধানসভার কুশমোড় ২ নম্বর অঞ্চলে মালপাড়ার বিপ্রা মাল পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে আকস্মিক মারা যান। পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে তাঁর পরিবারের হাতে এই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। সাংসদ শতাব্দী বলেন, রাজ্য সরকার বরাবরই বাংলার মানুষের পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন মিথ্যা প্রতিশ্রুতি দেন না। তিনি যা বলেন, তা করেন। এটাই মোদির মিথ্যা গ্যারান্টির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টির পার্থক্য। পরিযায়ী শ্রমিক পরিবারটি বিপদে পড়েছে জেনেই আমরা এসেছি ওঁদের পাশে দাঁড়াতে।