গম্ভীর ম্যাজিকের অপেক্ষায় ভেঙ্কটেশ, আইপিএলের বাকি ১১ দিন

আইপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর কাছে কেকেআরের হয়ে খেলা হল বিশাল সম্মানের ব্যাপার।

Must read

প্রতিবেদন : আইপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর কাছে কেকেআরের হয়ে খেলা হল বিশাল সম্মানের ব্যাপার।
২০২১-এ কেকেআরের হয়ে খেলা শুরু করার পর থেকে নাইটদের দলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই অলরাউন্ডার। কেউ যখন তাঁকে চিনত না, সেখান থেকে নিজেকে দলের কাছে প্রায় অপরিহার্য করে তুলেছেন। এবার কেকেআরে একসঙ্গে কাজ করবেন চন্দ্রকান্ত পন্ডিত ও গৌতম গম্ভীর। যা ভেঙ্কটেশের কাছে খুব বড় ব্যাপার।

আরও পড়ুন-মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে শতাব্দী

তিনি বলেছেন, গৌতম স্যার ফিরে এসেছেন। এটা কেকেআরের জন্য দারুণ ঘটনা। আগে যখনই ওঁর সঙ্গে কথা বলেছি, মনের উপর গভীর প্রভাব পড়েছে। সবসময় উনি দলের জন্য ভাবেন। আমার মনে হয় চান্দু স্যারের সঙ্গে ওঁর জুটি খুব জমবে। দু’জনেই অনেক অভিজ্ঞ। এবারের আইপিএলে বল ও ব্যাট, দুটোতেই অবদান রাখতে চান ভেঙ্কটেশ। তাঁর কাছে কেকেআরের হয়ে খেলা এক বড় সম্মান। তবে তাঁদের আসল লক্ষ্য হল ট্রফি জেতা। দলের সবাই এই লক্ষ্য সামনে রেখেই এগোচ্ছেন। কেকেআর দলে এবার আইপিএল নিলামে রেকর্ড অর্থে কেনা মিচেল স্টার্ক রয়েছেন। এই দলে অধিনায়ক শ্রেয়স আইয়ার ছাড়াও রয়েছেন নীতীশ রানা, রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটাররা।

Latest article