প্রতিবেদন : হঠাৎই অতিথি হাজির বাড়িতে। যে সে অতিথি নন, স্বয়ং শতাব্দী রায়। চলচ্চিত্র অভিনেত্রী তথা বীরভূমের সাংসদ সটান হাজির ডুয়ার্সের তৃণমূল নেতা তথা জেলাপরিষদ সদস্য রেজাউল বাকির বাড়িতে। তিনি সপরিবারে পুজোর ছুটি কাটাতে ডুয়ার্সে বেড়াতে এসেছেন। রয়েছেন তাঁদের পারিবারিক বন্ধুর চালসা সংলগ্ন একটি রিসর্টে। বৃহস্পতিবার সকালে তিনি প্রথমে যান গরুমারা জাতীয় উদ্যানের যাত্রাপ্রসাদ নজর মিনারে। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। তবে গন্ডার-দর্শন হয়নি তাঁর।
আরও পড়ুন-বিশ্বকাপের মুখে ভেঙে পড়ল ইডেনের দেওয়াল
তবে অন্যান্য কয়েকটি বন্যপ্রাণী দেখতে পেয়েছেন তাঁরা। এরপরই সোজা চলে আসেন তৃণমূল নেতা তথা জেলাপরিষদ সদস্য রেজাউল বাকির বাড়িতে। সৌজন্যসাক্ষাৎ করেন তাঁর সঙ্গে। শুধু তা-ই নয় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন। দুই পরিবারের সঙ্গে কুশল বিনিময় হয়। সেই সঙ্গে চা-পান এবং জলযোগ করেন রেজাউলবাবুর বাড়িতে। সাংসদের সঙ্গে ছিলেন তাঁর স্বামী, মেয়ে এবং বোন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুজনের মধ্যে দলীয় বিষয় নিয়েও আলোচনা হয় কিছুটা। রেজাউলবাবুর বাড়িতে প্রায় ঘণ্টাখানেক সময় কাটিয়ে ফের তিনি চলে যান ওই রিসর্টে। দুপুরের আহার সেরে তিনি আবারও বেরিয়ে পড়েন চাপড়ামারি জঙ্গলের উদ্দেশ্যে। রেজাউলবাবু জানালেন, তাঁর বাড়িতে যে এত বড়মাপের কেউ আসবেন তা তিনি ভাবতেই পারেননি। বেড়াতে এসে স্থানীয়ভাবে খোঁজ পেয়ে শতাব্দী রায় তাঁর বাড়িতে এসেছেন। এটা শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎকার।