সংবাদাদাতা, মুরারই : লোকসভার ঢাকে কাঠি পড়ার আগেই সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy) কনকনে শীতেও বুধবার সারাদিন ঠাসা দলীয় কর্মসূচির মধ্যে নিজেকে ব্যস্ত রাখলেন। এরই মাঝে কখনও গৌরাঙ্গিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী দিলরুবা খাতুনদের সঙ্গে সেলফি তুললেন। বিদ্যালয়ের ৬৩তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে মঞ্চ থেকে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, মেয়েদের ভাল লাগাগুলোর সঙ্গে বেড়ে উঠতে দিন। মোবাইলের বাইরে নাচগান যে যা ভালবাসে করতে দিন। বেশ কিছুক্ষণ ছাত্রীদের সঙ্গে সময় কাটান তিনি (Shatabdi Roy)। এরপর মুরারই ১ ব্লকের আইসিডিএস কর্মীদের সভায় যোগ দিয়ে তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তার মানে দিদি আপনাদের পাশে আছেন। প্রতিটি পরিবারে কত প্রকল্পের সুবিধা পাচ্ছেন। দিদি আপনাদের জন্য ভাবেন। আমাদের চাওয়া-পাওয়ার মধ্যে একটা দূরত্ব থাকে। আমরা চেষ্টা করি সেই ব্যবধানটা কমানোর। খেয়াল করে দেখবেন, সরকারি ও বেসরকারি সব দফতরে এই ব্যবধান আছে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আইসিডিএস কর্মীদের ক্ষোভ আছে। কারণ কেন্দ্র তাঁদের প্রদেয় অর্থ দিচ্ছে না। আমরা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করে হকের টাকা আদায় করব।
আরও পড়ুন- বঞ্চনার প্রতিবাদ, ধিক্কার কেন্দ্রকে: আইসিডিএস কর্মীদের নিয়ে রাজপথে শশী-চন্দ্রিমা