ফের রণক্ষেত্র মণিপুর: খুন ২ নিরাপত্তারক্ষী, জারি কার্ফু

Must read

প্রতিবেদন : নতুন করে ফের রণক্ষেত্রের (Fresh Violence in Manipur) চেহারা নিল উত্তর-পূর্বের বিজেপি-শাসিত রাজ্য মণিপুর। বুধবার সকালে উগ্রপন্থীদের হামলায় মৃত্যু হল দুই পুলিশ কম্যান্ডোর। ঘটনাটি ঘটেছে ইম্ফল থেকে ১১০ কিলোমিটার দূরের সীমান্ত এলাকায়। এরপর থেকেই উত্তপ্ত হয় এলাকার পরিস্থিতি। এলাকায় জারি করা হয়েছে কার্ফু।
মণিপুর পুলিশ সূত্রের খবর, মণিপুর (Fresh Violence in Manipur) রাইফেলসের মৃত আধিকারিকের নাম ওয়াংখেম সমরজিৎ, তিনি পশ্চিম ইম্ফলের মালমের বাসিন্দা। নিহত অন্যজনের নাম থাকেল্লবাম শৈলেশ। কয়েকদিন আগেই কুকি সম্প্রদায়ের দুজনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছিল এক পুলিশ অফিসারকে খুনের অভিযোগে। তারপর থেকেই বড় প্রতিবাদ শুরু হয়েছে। তার জেরেই এই খুনের ঘটনা। জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীদের ক্যাম্পে এদিন প্রথমে বোমা ছোঁড়ে হামলাকারীরা, তারপর নাগাড়ে গুলি চালানো হয়। আরও জানা গিয়েছে, ওই বেসক্যাম্পে আরপিজি শেল পর্যন্ত ছোড়া হয়। তার জেরে সেনার একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুকিদের দাবি, মোরে থেকে রাজ্য পুলিশকে সরিয়ে দিতে হবে। তারা সেখানে শুধু কেন্দ্রীয় বাহিনী চায়। উল্লেখ্য, গত বছর মে মাস থেকে যে হিংসা মণিপুরে শুরু হয়েছিল তা থামার তো লক্ষণ নেই, উল্টে উত্তরোত্তর বাড়ছে। রাজ্যের পুলিশের বিরুদ্ধে ভূরি-ভূরি অভিযোগ তুলেছে কুকি সম্প্রদায়ের মানুষ। অভিযোগ, তাঁদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে পুলিশই। যদিও পুলিশ এই সব অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন-শৈত্যপ্রবাহ থেকে এখনই মুক্তি নেই, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩-এর কম

Latest article