অসুস্থ ছাত্রকে হাসপাতাল পাঠালেন বিধায়ক

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : মানবিকতার নজির গড়লেন বিধায়ক। অসুস্থ ছাত্রকে নিজের গাড়ি করে হাসপাতালে নিয়ে গেলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal)। বুধবার জিতপুর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি (Suman Kanjilal)। সেখানেই অনুষ্ঠান শুরুর ঠিক আগে অসুস্থ হয়ে পড়ে ওই স্কুলেরই নবম শ্রেণির ছাত্র রাজ ঘোষ। এক মুহূর্ত দেরি না করে নিজের গাড়ি দিয়ে স্কুলের শিক্ষকদের ওই অসুস্থ ছাত্রকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়ে দেন। পাশাপাশি হাসপাতাল সুপারকে ফোন করে বিষয়টি সর্বোচ্চ জরুরি ভাবে দেখতে বলেন। সঙ্গে সঙ্গে ওই ছাত্রের পরিবারের সঙ্গেও যোগাযোগ করে তাদেরকে সরাসরি হাসপাতালে পৌঁছতে বলা হয় স্কুলের তরফে। স্কুলের শিক্ষকরা বিধায়কের গাড়িতে করেই সোজা ওই ছাত্রকে জরুরি বিভাগে নিয়ে গেলে, সেখানে তার মা উপস্থিত হয়ে ছেলেকে ভর্তি করেন। প্রথমে ছাত্রটির ইসিজি করা হয়, তারপর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। অসুস্থ পড়ুয়ার মা পার্বতী ঘোষ জানান, তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন। ছেলে এর আগেও অসুস্থ হয়ে পড়েছিল। অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারেননি। বিধায়ক তাঁর ছেলের চিকিৎসায় উদ্যোগী হওয়ায় বিধায়ককে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষার আগে জেলায় কন্ট্রোল রুম পর্ষদের

Latest article