২০ তারিখ থেকে আসানসোলে প্রচার শুরু করছেন শত্রুঘ্ন সিনহা, মলয় ঘটকের সঙ্গে কথা বলে সূচী চূড়ান্ত করলেন প্রার্থী

Must read

২০ মার্চ থেকে আসানসোলে প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোলের সবকটি বিধানসভাতেই কর্মীসভায় যোগ দেবেন তিনি। হবে ডোর টু ডোরও। আজ মঙ্গলবার একটু আগেই ফোনে কথা হয় মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে, যিনি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দলের তরফে আসানসোলে নির্বাচনের মূল দায়িত্বে।

আরও পড়ুন – কেন্দ্রের কাছে আবেদন জানিয়ে চেয়ারপার্সনকে চিঠি মেয়রের, জাতীয় শহর করতে হবে শিলিগুড়িকে

শত্রুঘ্ন সিনহা আসার আগে সবরকম প্রস্তুতি সেরে রাখছেন মলয় ঘটক। জানা গেল আজ রাতের মধ্যেই আসানসোলে শত্রুঘ্ন সিনহার জন্য একটি তেতলা বাড়ির বন্দোবস্ত করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজই বাড়ি চূড়ান্ত করে ফেলা হবে।

বলিউডের দাবাং গার্ল সোনাক্ষী সিনহা বাবার হয়ে প্রচারে আসবেন। তবে প্রচারপর্বের শুরুতেই তিনি আসবেন এমনটা নাও হতে পারে। প্রচারের মাঝামাঝি সময়ে তিনি আসবেন বলে এখনও অবধি ঠিক আছে। শত্রুঘ্ন সিনহার যাতে আসানসোলে থাকা সহ অন্যান্য বিষয়ে কোনোরকম অসুবিধে না হয় তার জন্য তৈরি রাখা হচ্ছে আলাদা একটি দল। সোনাক্ষী সিনহা এসে পৌঁছলে তাঁর জন্যও নিরাপত্তা ব্যবস্থা সহ সবরকম প্রস্তুতিই সেরে রাখা হচ্ছে। বাবা- মেয়ে একসঙ্গে রোড শো করবেন তার জন্য প্রশাসনিক অনুমতিও নিয়ে রাখা হচ্ছে। আসানসোলের সবকটি বিধানসভার প্রত্যেকটি ঘরে প্রার্থী শত্রুঘ্ন সিনহার ছবি সহ লিফলেট বিলির ব্যবস্থা করা হয়েছে। প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না দল।

Latest article