কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকেই তাঁকে বাংলায় নির্বাচিত করার জন্য আসানসোলবাসীকে ধন্যবাদ জানালেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha)। তিনি এদিন বলেন, তৃণমূল নেত্রী তাঁর উপর আস্থা রেখে একটা সুযোগ দিয়েছিলেন। তিনি যে সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন, সেটাতে তিনি খুশি। বাংলার জন্য তিনি সবসময় কাজ করতে চান। ২৭তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে শত্রুঘ্ন ছিলেন বিশেষ অতিথি। এদিন তার সঙ্গে ছিলেন তাঁর অর্ধাঙ্গিনী পুনম সিনহাও।
ভাষণে সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক, মৃণাল সেন সকলের ভূয়সী প্রশংসা করেন শত্রুঘ্ন। বলেন, “আমি রাজকাপুরের ফ্যান ছিলাম, আছি, থাকব। এর আমি মানিকদার ভক্ত ছিলাম, আজীবন ভক্ত থাকব”।
ফিল্ম ইস্টিটিউটের দিনগুলির কথা ভেবে নস্টালজিক হয়ে পড়েন শত্রুঘ্ন। বলেন, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের থেকে ফিল্ম ইনস্টিটিউটে অনেক কিছু শিখেছি। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করতে চেয়েছিলেন শত্রুঘ্ন। সেই সুযোগ হয়নি। আক্ষেপ তাঁর।
গৌতম ঘোষের বিখ্যাত ছবি ‘অন্তর্জলি যাত্রা’-য় অভিনয় করেন শত্রুঘ্ন। সেই কথা স্মরণ করেন তিনি। মঞ্চে তখন উপস্থিত স্বয়ং পরিচালক গৌতম। বলেন, মানিক-মৃণাল-ঋত্বিকদের পরবর্তী প্রজন্ম হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন গৌতম ঘোষ, সন্দীপ রায়. প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা। Kiff-র চেয়ারপার্সেন রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ সবাইকে এই উৎসবের জন্য ধন্যবাদ জানান আসানসোলের সাংসদ।।