হার মৌমার, চল্লিশেও খেতাব শরতের

সেমিফাইনালে রিটের বিরুদ্ধে মৌমা জিতবেন কেউ ভাবেনি। তিনি নিজেও না। মৌমা বরং পরের মরশুমের প্রস্তুতি নেবেন বলে ভেবেছিলেন।

Must read

শিলং, ২৫ এপ্রিল : বয়স শুধুমাত্র সংখ্যা। ৮৩তম সিনিয়র ন্যাশনাল টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে বোঝালেন শরত কমল ও মৌমা দাস। ৩৯ বছরের শরত তাঁর থেকে অনেক কম বয়সীদের টেক্কা দিয়ে ছেলেদের সিঙ্গলসের ফাইনাল জিতেছেন। ৩৮-এর মৌমাও একইভাবে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠে হেরে যান আকুলা শ্রীজার কাছে। ফল ৮-১১, ১৩-১১, ১২-১০, ১১-৮ ও ১১-৬।
শরত ও মৌমা দুজনেই পিএসপিবির খেলোয়াড়। শরত জুলাইয়ে চল্লিশে পড়বেন। তিনি ও মৌমা সেমিফাইনালে যথাক্রমে মানুষ শাহ ও রিট রিষ্যেকে ৪-২-এ হারিয়ে ফাইনালে উঠেছিলেন। মৌমা লড়েছিলেন তাঁর ষষ্ঠ খেতাবের জন্য। শরত গত কুড়ি বছর ধরে জাতীয় টিটিতে শীর্ষস্তরে রয়েছেন। মৌমা মাঝে ২০১৯-এ ব্রেক নিয়েছিলেন।

আরও পড়ুন-কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে আসানসোলবাসীকে ধন্যবাদ জানালেন শত্রুঘ্ন সিনহা

সেমিফাইনালে রিটের বিরুদ্ধে মৌমা জিতবেন কেউ ভাবেনি। তিনি নিজেও না। মৌমা বরং পরের মরশুমের প্রস্তুতি নেবেন বলে ভেবেছিলেন। কিন্তু তাঁর আক্রমণের কাছে রিট দাঁড়াতে পারেননি। ফাইনালে উঠে মৌমা জানিয়েছিলেন, ‘‘আমি আমার স্বাভাবিক খেলাই খেলছিলাম। তবে খোলা মনে খেলেছি। হয়তো আমার গতি কমেছে বলে অপেক্ষাকৃত কমবয়সীরা আমার খেলার সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছে।”
শরত অবশ্য সেমিফাইনালে মানুসকে হারালেও তাঁর খেলার প্রশংসা করেছেন। ফাইনালে মৌমার মুখোমুখি হয়ে শ্রীজা বলেছিলেন, ‘‘মৌমা দিদির বিরুদ্ধে খেলতে আমি আত্মবিশ্বাসী। ওর হাই টস ব্যাকহ্যান্ড কাট সার্ভিস নিয়ে সতর্ক থাকতে হবে” জিতে সেটাই প্রমান করলেন শ্রীজা। এটাই তাঁর প্রথম সিনিয়র সিঙ্গলস খেতাব।
এছাড়া ফাইনালে শরত হারিয়েছেন জি সাথিয়ানকে। খেলার ফল ৭-১১, ১২-১০, ৯-১১, ৭-১১, ১২-১০, ১১-৯, ১১-৬

Latest article