সংবাদদাতা, আসানসোল : নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি এলাকার বাসিন্দাদের কথা দিয়েছিলেন, পরের বার সাংসদ হিসেবে তিনি এই এলাকায় আসবেন। যাঁরা তাঁকে আমন্ত্রণ জানাবেন তাঁদের বাড়িতে পাত পেড়ে খাবারও খেতে আসবেন তিনি। আসানসোল লোকসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে নির্বাচিত হওয়ার পর সেই কথা রাখলেন তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। রবিবার রেলপার এলাকায় আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিলেন তিনি।
আরও পড়ুন-রাজ্যের উপর আস্থা রাখল হাইকোর্ট
রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে শত্রুঘ্ন এই ইফতার পার্টিতে যোগ দেন। রেলপার এলাকাটিতে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। পবিত্র ইদ উৎসবের প্রাক্কালে তারকা সাংসদকে দেখতে এলাকাবাসীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। উপস্থিত জনতার উদ্দেশে সাংসদ বলেন, সর্বধর্ম, সর্ববর্ণের মানুষের সঙ্গে সৌভ্রাতৃত্বের সম্পর্ক অটুট রেখে চলার কথাই আমাদের পবিত্র সংবিধানে লেখা আছে। এবং আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি। এই সম্পর্কের মধ্যে ঘৃণার কোনও জায়গা নেই।
আরও পড়ুন-একটি স্মার্ট কার্ডেই চড়া যাবে ৪ পরিবহণ
মুসলিম কৃষকের পরিশ্রমে উৎপাদিত অন্নে হিন্দু দেবদেবীর পুজো হয়। সেই ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতি বিনষ্ট করার এক ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বার্তা দিয়ে চলেছেন, এই সম্প্রীতির সম্পর্কে কেউ যেন কাদা ছিটাতে না পারে, তার জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি সংসদে আসানসোলের সার্বিক উন্নয়নের জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে এলাকার বাসিন্দাদের আরও একবার কথা দেন। একই সঙ্গে মন্ত্রী মলয় ঘটক ও শত্রুঘ্ন সিনহা পবিত্র ইদ উপলক্ষে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।