সুন্দরবনে ঘূর্ণিঝড় মোকাবিলায় বৈঠক

শুকনো খাবার, পানীয় জল মজুত করা থাকবে। প্রয়োজনে বাড়ির গবাদি পশুদের নিয়ে ফ্লাড সেন্টার বা স্কুল ভবনে চলে আসতে হবে।

Must read

সুস্মিতা মণ্ডল, মৌসুনি দ্বীপ: আগামী সপ্তাহের ৮, ৯, ১০ মে সুন্দরবনের ওপর আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সতর্কতা পাওয়ার পর কাকদ্বীপ মহকুমার সব ব্লকে বিপর্যয় মোকাবিলা বৈঠক চলছে। সোমবার নামখানা ব্লকের মৌসুনি পঞ্চায়েতে দুর্যোগ সচেতনতা শিবির। মৌসুনি দ্বীপ সুন্দরবনের অন্যতম ঝঞ্ঝা কবলিত। চিনাই নদী ও বঙ্গোপসাগর দিয়ে ঘেরা এই দ্বীপ।

আরও পড়ুন-আসানসোলে শত্রুঘ্ন যোগ দিলেন ইফতারে

ভাঙন ও জলোচ্ছ্বাসে প্রতিটি বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত। উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর, সেচ দফতরের আধিকারিক, পঞ্চায়েত প্রধান হাসনাবানু বিবি। এবারের বিপর্যয় মোকাবিলায় প্রতিটি বুথস্তরে কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দুর্যোগ আছড়ে পড়ার আগে থেকে নিরাপদ স্থানে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুকনো খাবার, পানীয় জল মজুত করা থাকবে। প্রয়োজনে বাড়ির গবাদি পশুদের নিয়ে ফ্লাড সেন্টার বা স্কুল ভবনে চলে আসতে হবে।

আরও পড়ুন-রাজ্যের উপর আস্থা রাখল হাইকোর্ট

এই দুর্যোগ আসার আগে দ্বীপের বেহাল ও দুর্বল নদী ও সমুদ্রবাঁধ দ্রুত মেরামতি করতে হবে। এদিনের শিবিরে উপস্থিত সব পঞ্চায়েত সদস্য নানান অভাব-অভিযোগ জানান। বেশিরভাগ বাঁধ নিয়ে অভিযোগ জানান। কাকদ্বীপের মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, কাকদ্বীপ মহকুমা বরাবরই ঝঞ্ঝা কবলিত। আগামী সপ্তাহে আবারও দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। আমরা দুর্যোগ মোকাবিলায় কী কী করণীয় তা পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনা করলাম। আমরা জীবনহানি আটকানোর জন্য সবরকম সাহায্য করতে প্রস্তুত।

Latest article