গম দিচ্ছে না এফসিআই

আবারও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। রেশনে পর্যাপ্ত গম সরবরাহ করছে না কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা এফসিআই

Must read

সুমন তালুকদার, বারাসত: আবারও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। রেশনে পর্যাপ্ত গম সরবরাহ করছে না কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা এফসিআই। এর ফলে সঙ্কট তৈরি হয়েছে। যদিও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, এফসিআই বঞ্চনা করলেও দুঃস্থ উপভোক্তারা রেশনে গম পাবেন। ভয়ের কিছু নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাজার থেকে রাজ্য সরকার গম কিনে সেই গম রেশনে সরবরাহ করবে। কেন্দ্রীয় সরকার যতই টালবাহানা করুক না কেন, দুঃস্থদের রেশন বণ্টনের ক্ষেত্রে যা যা করা দরকার সব কিছুই করা হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই মনোভাবে স্পষ্ট হয়ে গেল বাংলাকে বঞ্চনার কথা।

আরও পড়ুন-সুন্দরবনে ঘূর্ণিঝড় মোকাবিলায় বৈঠক

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। করোনা ও করোনা পরবর্তী সময়ে বাংলার মানুষের কাছে রেশনের মাধ্যমে খাদ্যবস্তু বণ্টন করায় খাদ্যাভাব দেখা দেয়নি। ফলে রেশনের সামগ্রীর উপর বাংলার মানুষ নির্ভর করতে শুরু করেছে। মানুষের সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী রেশন ব্যবস্থার উপর বেশি করে জোর দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মানুষের কষ্ট লাঘব করার জন্য দুয়ারে রেশনের ব্যবস্থাও করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সাফল্য ভালভাবে দেখছে না কেন্দ্রের বিজেপি সরকার। তার মধ্যেই রেশনিং ব্যবস্থায় সমস্যা তৈরি করতে রাজ্যকে সুকৌশলে এফসিআই গম সরবরাহ করতে চাইছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, রেশনে গম বণ্টনের জন্য এফসিআই থেকে যে গম কেনা হয়, নানা অজুহাতে তা দিতে চাইছে না এফসিআই। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানোর সঙ্গে সঙ্গে তিনি বাজার থেকে গম কিনে রেশনে সরবরাহ করার নির্দেশ দিয়েছেন। সেই মর্মে রাজ্য সরকারের পক্ষ থেকে খাদ্য দফতরে নির্দেশিকাও এসেছে। ভয়ের কিছু নেই।

Latest article