পাথরপ্রতিমায় শওকত মোল্লার তোপ, যাকে তাকে ভাইজান বলা চলে না

সিপিএম, কংগ্রেস, আইএসএফ ও বিজেপি নীতি-নৈতিকতা জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় আসার লোভে জোট করেছে। হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করছে

Must read

সংবাদদাতা, পাথরপ্রতিমা : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা হল, মতিলাল বাজারের পাশের এক মাঠে। প্রধান বক্তা ছিলেন তৃণমূল রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সেই মঞ্চ থেকে সিপিএম, কংগ্রেস, আইএসএফ ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, বাংলা জুড়ে একটা জোটঘোঁট হয়েছে।

আরও পড়ুন-উত্তর ২৪ পরগনায় উন্নয়নের ফ্লাডগেট খুলে গিয়েছে

সিপিএম, কংগ্রেস, আইএসএফ ও বিজেপি নীতি-নৈতিকতা জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় আসার লোভে জোট করেছে। হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করছে। বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে বাংলার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করছে। তার বিরুদ্ধেই আমাদের লড়াই। নওশাদকে কটাক্ষ করে শওকত বলেন, আপনারা যাকে ভাইজান বলছেন, তাকে ভাইজান বললে নিজের মুখটাকে নষ্ট করা হয়। নিজেকে পিরজাদা বলে দাবি করে মুসলিম সমাজকে বিপথে চালিত করছে। নিজের বিধানসভা জাঙ্গিপাড়ায় ১৪ অঞ্চলের মধ্যে ১৩টিতে আইএসএফ প্রার্থী দিতে পারেনি। ফুরফুরায় থাকে। সেখানে ২৯ বুথের ১৬টিতে প্রার্থী দিতে পারেনি। নিজের ঘরের লোক যাকে চিনতে পারে না সে ভাঙড়, ক্যানিং, কুলপিতে এসে সিপিএমের সঙ্গে জোট বেঁধেছে। ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সমীরকুমার জানা, মহিউদ্দিন মোল্লা প্রমুখ। এদিন মঞ্চে বিজেপির এক বুথ সভাপতি তৃণমূলে যোগদান করেন।

Latest article