উন্নয়ন নয়, মিথ্যার রাজনীতি বিজেপির

এরপরই তিনি বিজেপির উদ্দেশে কটাক্ষ করে বলেন, বিজেপির নেতা-মন্ত্রীদের ক্ষমতা থাকলে জোড় গলায় নিজেদের উন্নয়নের খতিয়ান দিন।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : বিজেপি মিথ্যার রাজনীতি করে। উন্নয়ন করে না। সাধারণ মানুষ বুঝেছেন। তাই জোর গলায় মিথ্যা বলা বন্ধ করুন। এই বলেই সোমবার আলিপুরদুয়ারে নির্বাচনী সভায় বিরোধী দল নেতাকে একহাত নিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার আলিপুরদুয়ারে সভা করতে এসে বিরোধী দলনেতা যে মিথ্যাচার করেছেন সোমবার তার কড়া ভাষায় জবাব দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-পাথরপ্রতিমায় শওকত মোল্লার তোপ, যাকে তাকে ভাইজান বলা চলে না

তিনি বলেন, বিরোধী দলনেতা বলছেন উন্নয়ন হয় নি? উত্তরবঙ্গের মানুষের কথা মাথায় রেখে আলাদা সেক্রেটারিয়েট তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আলিপুরদুয়ার থেকে যেকোনও কাজে প্রায় ১৫০ কিমি দূরে জলপাইগুড়ি যেতে হত। মানুষের হয়রানির কথা মাথায় রেখে আলিপুরদুয়ারকে আলাদা জেলা করে দিয়েছেন। তাতে আলিপুরদুয়ারের মানুষের অনেক ভোগান্তি কমেছে। এরপরই তিনি বিজেপির উদ্দেশে কটাক্ষ করে বলেন, বিজেপির নেতা-মন্ত্রীদের ক্ষমতা থাকলে জোড় গলায় নিজেদের উন্নয়নের খতিয়ান দিন।

Latest article