নবেন্দু বাড়ৈ, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে শুক্রবার ‘শিক্ষার পরশ’ নামে এক ভ্রাম্যমাণ বাসের উদ্বোধন করলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু। দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ স্কুলগুলো। জেলার প্রান্তিক এলাকা-সহ চা-বাগান এলাকাগুলোতে শিশুদের হাতেকলমে শিক্ষা দিতে এবং পড়াশোনা সংক্রান্ত যে কোনও অসুবিধা দূর করতে উদ্যোগী হয়েছে জেলা সমগ্র শিক্ষা মিশন।
আরও পড়ুন-ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন আদিবাসীদের অনুষ্ঠানে
জেলাশাসক জানালেন, ভ্রাম্যমাণ এই বাসে থাকবে বিভিন্ন বইপত্র থেকে শুরু করে প্রিন্টার, জেরক্স মেশিন, ল্যাপটপ, ডঙ্গল প্রভৃতি। একটি বাসে দুজন শিক্ষক বা শিক্ষিকা থাকবেন, যাঁরা জেলার প্রত্যন্ত এলাকাগুলি বিশেষ করে চা-বাগানের শ্রমিকদের এলাকায় পৌঁছবেন।
আরও পড়ুন-মহিলাদের ডিজিটাল শিক্ষার জন্য কেন্দ্র কী পদক্ষেপ করেছে জানতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জেলার প্রতিটি ব্লকেই শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন বা ছাত্রছাত্রীদের যেখানে পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, তাঁরা সহযোগিতা করবেন। প্রাথমিকভাবে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের একটি শান্ত পরিবেশে বসে শিশুদের নিয়ে শিক্ষকেরা এই কাজ করবেন। শিশুদের ইংরেজি, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ে যে কোনও সমস্যার সমাধান করবেন শিক্ষক-শিক্ষিকারা। বিশেষ করে যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের পক্ষে এই ব্যবস্থা খুবই কার্যকর হবে বলে জানালেন জেলাশাসক।