প্রতিবেদন : সড়ক ও সেতুর ওপর যানবাহনের চাপ কমাতে রাজ্য সরকার জলপথে পণ্য পরিবহণের ওপর জোর দিচ্ছে। তারই অঙ্গ হিসাবে রাজ্যের পরিবহণ দফতর শালিমার থেকে কলকাতা বন্দর পর্যন্ত জলপথে রো রো সার্ভিস চালু করতে চলেছে। রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) একথা জানিয়েছেন। জলপথ পরিবহণ নিয়ে সোমবার পরিবহণ ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে।
আরও পড়ুন – বর্তমান রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে বেনজির আক্রমণ জয়প্রকাশ ও রীতেশের
পরে পরিবহণমন্ত্রী (Firhad Hakim) বলেন, দ্বিতীয় হুগলি সেতু এবং সাঁতরাগাছি সেতুর ওপর মালবাহী বা পণ্যবাহী গাড়ির চাপ ক্রমশ বাড়ছে। পুরনো সেতুগুলির ওপরেও চাপ কমানোর কথা ভাবা হচ্ছে। তাই এই নয়া পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এই রো রো সার্ভিসের মাধ্যমে শালিমার থেকে পণ্যবাহী ট্রাক সরাসরি কলকাতা বন্দরে পাঠিয়ে দেওয়া হবে।