কোভিড (Covid 19) পজিটিভ বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukherjee)। আপাতত তিনি হোম আইসোলেশনেই রয়েছেন।
২ জানুয়ারি, মালদহ বইমেলার উদ্বোধনে গিয়স্থগিত শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukherjee)। কিন্তু সেটি স্থগিত হয়ে যাওয়ায় কলকাতা ফিরে আসেন তিনি। কিন্তু তারপর থেকেই করোনার উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষা করান শীর্ষেন্দু। মঙ্গলবার, রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিজেই জানিয়েছেন খ্যাতনামা সাহিত্যিক। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
আরো পড়ুন: কোর্টের সম্মতিতে সাদরে মৃত্যুবরণ এস্কোবারের
ক্লান্তি, দুর্বলতার সঙ্গে তিনি স্বাদও পাচ্ছেন না বলে জানিয়েছেন বর্ষীয়ান সাহিত্যিক। শীর্ষেন্দু জানিয়েছেন, মালদহ থেকে বাড়ি ফিরেই সর্দি, কাশি, দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয় তাঁর। সন্দেহ হওয়ায় সোমবার, করোনা পরীক্ষা করান শীর্ষেন্দু মুখোপাধ্যায়। রিপোর্ট পজিটিভ আসে। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। প্রিয় লেখকের করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন পাঠককুল। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।