বড় পর্দায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

Must read

লাহোর, ২৫ জুলাই : গতি আর তিনি সমার্থক। শোয়েব আখতার (Shoaib Akhtar)। বিশ্বের প্রাক্তন দ্রুততম বোলার। ক্রিকেট বিশ্ব যাকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস (Rawalpindi Express) নামে চেনে। নিজের বায়োপিকের টিজার ট্যুইট করে শোয়েব জানিয়ে দিলেন, তাঁর জীবনও এবার ধরা দেবে পর্দায়। এর আগে শচীন তেন্ডুলকর, এমএস ধোনি, মিতালি রাজের মতো ভারতীয় তারকা ক্রিকেটারদের বায়োপিক রুপোলি পর্দায় এসেছে। এবার প্রথম কোনও পাকিস্তানি ক্রিকেটারের বায়োপিক দেখা যাবে পর্দায়। কিংবদন্তি স্পিডস্টারের ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ (Rawalpindi Express) নামেই রাখা হয়েছে বায়োপিকের নাম।

সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে নিজের জীবনের উপর প্রস্তুত হওয়া ছবির ঝলক প্রকাশ করেন শোয়েব। “এই বায়োপিক দিয়ে অসাধারণ এক যাত্রা শুরু করছি। আমার গল্প, আমার জীবন ধরা দেবে এই বায়োপিকে।” বলেন তিনি। কোনও পাকিস্তানি ক্রিকেটারের ওপর এই প্রথম কোনও বিদেশি ছবি হওয়ায় রীতিমতো আপ্লুত শোয়েব। ট্যুইটের শেষে “কনট্রোভার্সিয়ালি ইওরস” বার্তা থেকে স্পষ্ট যে বিতর্কও সঙ্গী হতে চলেছে এই বায়োপিকের। মহম্মদ ফরাজ কাইজার নির্দেশিত ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস-রানিং অ্যাগেইনস্ট দ্য অল অডস” মুক্তি পেতে চলেছে ১৬ অগাস্ট।
স্পোর্টস এবং বায়োপিকের দুরন্ত ডোজে বরাবরই কাবু বলিউড। তার সবচেয়ে বড় প্রমাণ সদ্য প্রকাশ পাওয়া রণবীর সিংহ অভিনীত ‘এইট্টি থ্র্রি’। যদিও নিজের ক্রিকেট জীবনীতে নাম ভূমিকায় সলমান খানকেই চেয়েছিলেন ৪৬ বছর বয়সি স্পিডস্টার। “যদি কোনওদিন আমার বায়োপিক হয় তাহলে মুখ্য চরিত্রে সলমান খানকেই দেখতে চাই।” বলেন তিনি। তবে নতুন বায়োপিকের মুখ্য অভিনেতার নাম এখনও অপ্রকাশিত।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হাতে মোহনবাগান তাঁবুর উদ্বোধন ১০ অগাস্ট

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির মালিক এই পাকিস্তানি স্পিডস্টার। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘণ্টায় ১৬১.৩ কিমি গতিতে বল করেন শোয়েব। প্যাভিলিয়ন প্রান্ত থেকে তাঁর ছুটে আসা দেখে তটস্থ থাকত ব্যাটাররা। সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রায়ান লারার মতো ব্যাটাররা রীতিমতো সমীহ করতেন তাঁকে। ’৯০ দশকের শেষ দিক থেকে ২০১১ অবধি পাকিস্তানের হয়ে খেলেছিলেন বিশ্বের এই দ্রুততম বোলার।

Latest article