সংবাদদাতা, বারাকপুর : একটা সময় বন্দে মাতরম বলার জন্য গায়ে সিগারেটের ছেঁকা দিয়েছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী। ছাত্র পরিষদ করলে অত্যাচারের শিকার হতে হত। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে এই অভিযোগ তুললেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সাঁইবাড়ি প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছেলেকে খুন করে একবাটি রক্ত এনে মায়ের বাড়া ভাতে মিশিয়ে খাওয়ানো হয়েছিল।
আরও পড়ুন-তিলজলা-কাণ্ডে ধৃত ২০, তান্ত্রিকের খোঁজে পুলিশ
ছাত্র পরিষদ করার জন্য এক ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে তার মুখে কই মাছ ঢুকিয়ে দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল। শুধু তাই নয়, নেতাই, সিঙ্গুর, নন্দীগ্রাম এর প্রসঙ্গে টেনে বামেদের অত্যাচারের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আর এদের এখনকার লাফানো দেখে মনে হয় সবাই তিলক মেখে বৈষ্ণব হয়ে গিয়েছে। একটা পিঁপড়েও মারেননি কোনওদিন। বামেদের অমানবিকতার সেই সময়ের কালো দিনগুলো ভুলে যাবেন না। মঙ্গলবার বিলকান্দায় পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে উদ্বোধন অনুষ্ঠানে এসে এভাবেই বামেদের অতীত অত্যাচারের বিরুদ্ধে সরব হন।