পরিবারের সঙ্গে কোজাগরী লক্ষ্মী আরাধনায় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

Must read

বাঙালির ঘরে ঘরে হয় লক্ষ্মীর আরাধনা। যেকোন উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার, সকালে বাড়িতে পরিবারের সঙ্গে লক্ষ্মীপুজোর আয়োজন করেন তিনি। রাজনীতি, মন্ত্রিত্ব, দল-,এসব নিয়ে ব্যস্ত থাকলেও লক্ষ্মীপুজোর দিন তিনি ঘরোয়া মানুষ। তাঁর পরিবারের সদস্যরা এই নিয়ে জানাচ্ছেন, এই লক্ষ্মীপুজোর মূল জোগাড় করেন শোভনদেববাবুই ।

আরও পড়ুন-ত্রিপুরায় লক্ষ্মী পুজোর রাতে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি-দোকানে তাণ্ডব চালাল বিজেপির হার্মাদরা

এদিন সকালে ছোট পুত্র যুব তৃণমূল নেতা সায়নদেব চট্টোপাধ্যায়, দুই পুত্রবধূ, নাতনিকে নিয়ে পুজোয় ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের কৃষি মন্ত্রী। তিনি এই মর্মে জানালেন, এই দিনটা পরিবারের সঙ্গে কাটাতেই তিনি ভালোবাসেন। নিজেই হাত লাগান পুজোর কাজে। পুজোর ঘট বসানো থেকে শুরু করে অন্যান্য আয়োজন সবই করেন শোভনদেব। ধনদেবীর কাছে তাঁর প্রার্থনা, সবাই যেন ভালো থাকে। সবার ঘরে অন্নবস্ত্রের যেন অভাব না হয়।

এবার, খড়দহ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে খড়দহের জয়ী প্রার্থী কাজল সিনহার মৃত্যুর হয়েছিল তাইএই কেন্দ্রে আবার উপনির্বাচন হচ্ছে। বিজেপি প্রার্থী গিয়েছিলেন কাজল সিনহার পরিবারের সঙ্গে দেখা করতে। তবে এই ঘটনাকে গুরুত্ব দিতে চাইছেন না শোভনদেব চট্টোপাধ্যায়।তিনি মনে করেন এটা হয়েই থাকে। আজ প্রচারে ছুটি। তবে, কাজ চলছে বলে জানিয়েছেন যুবনেতা সায়নদেব চট্টোপাধ্যায়। খড়দহের মানুষ শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে পেয়ে খুশি। কোভিড থেকে সেরে ওঠা এবং পরপর নির্বাচনের কারণে বাড়ির জন্য সময় নেই তার অনেকবারই। তাই এই দিনটা বাবার সঙ্গে কাটাতে পেরে খুশি সায়নদেব।

পুজোয় শ্বশুরমশাইয়ের সক্রিয় অংশগ্রহণের কথা জানিয়েছেন দুই পুত্রবধূ। তাদের গৃহে অন্নভোগ হয় না। লক্ষ্মীপুজোয় শুকনো প্রসাদে নৈবেদ্য সাজানো হয়। দাদুকে সারাদিন পেয়ে সবচেয়ে খুশি শোভনদেবের নাতনি। সাধারণত দাদু সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যান। সারাদিন দেখা পাওয়া যায় না। আজ তাঁর পাশে বসে বাড়ির লক্ষ্মীপুজো দেখল ছোট্ট কিশোরী। সব মিলিয়ে রাজনীতির বাইরে এই দিনটা পারিবারিক গণ্ডিতে লক্ষ্মীর আরাধনা মগ্ন শোভনদেব চট্টোপাধ্যায়।

Latest article