প্রতিবেদন : নিজের ঢোক নিজেই গিললেন বিরোধী দলনেতা। ২৪ ঘণ্টার মধ্যে প্রমাণ দেবেন বলে হুঙ্কার দিয়ে এখন পালানোর রাস্তা খুঁজছেন। কিছু না পেয়ে এখন অযৌক্তিক বাচালতা করছেন তিনি। মিথ্যে কথা বলে ধরা পড়ে গিয়েছে গদ্দার। তৃণমূলের আইনি নোটিশের জবাবে কিছু না পেয়ে দলের নাম নিয়ে অবান্তর কথা বলছেন তাঁর আইনজীবী। যা নিয়ে তাঁকে তীব্র আক্রমণ করল তৃণমূল।
আরও পড়ুন-প্রতীচী দখল রুখতে কড়া নজরদারি
শনিবার বিকেলে দলের মুখপাত্র কুণাল ঘোষ বিরোধী নেতাকে উদ্দেশ্য করে বলেন, এই চিঠি সম্পূর্ণ অরাজনৈতিক, যুক্তিহীন ও অপাঠ্য। এই চিঠির সঙ্গে আইনি ভাষার কোনও যোগ নেই। তৃণমূল মুখপাত্র দাবি করেন, আরে প্রমাণ কই, উনি তো পালাচ্ছেন! কথার জাগলারি করছেন। প্রমাণ দিতে না পেরে পালিয়ে যাচ্ছেন। এসব অরাজনৈতিক ও সস্তার উত্তর দিয়ে তিনি রেহাই পাবেন না। মানুষ তাঁর সস্তার রাজনীতি, চমকের রাজনীতি ধরে ফেলেছে। এসবের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কোনও দলের জাতীয় দলের স্বীকৃতি রাজ্যভিত্তিক শতকরা হিসেবের উপর নির্ভর করে কখনও আসে, কখনও যায়। যে দলের এতজন সাংসদ, বিধায়ক, তাদের নিয়ে এত বড় বড় কথা বলার যেন ভেবেচিন্তে বলেন।