জলপাইগুড়ি : রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর চলল গুলি (Jalpaiguri- Shooting)। জঙ্গল থেকে তিনজনকে চোরাশিকারি সন্দেহে গ্রেফতার করল বনদপ্তর। জলপাইগুড়ির নাথুয়া রেঞ্জের গদেয়ারকুঠি জঙ্গলের ঘটনা। তাদের কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত একটি বন্ধুকও উদ্ধার হয়েছে, সেই সঙ্গে উদ্ধার হয়েছে ৮ রাউন্ড কার্তুজ। অভিযোগ, বন্যপ্রাণী শিকার করার চেষ্টাতেই ওই তিনজন গধেয়ারকুঠি সংলগ্ন জঙ্গলে ঢুকেছিল। এমনকী জঙ্গলে এক রাউন্ড গুলিও (Jalpaiguri- Shooting) চালানো হয়েছে। ধৃতদের মধ্যে মোহন লাল ওরাও স্বীকার করে নিয়েছেন তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকেই গুলি চালানো হয়েছে। বনবিভাগ সূত্রে খবর, লাইসেন্স প্রাপ্ত বন্দুক কেন চোরা কারবারিতে ব্যবহার এবং কোন প্রজাতির জন্তু শিকারে তারা জঙ্গলে ঢুকেছিল, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন-কেদারনাথ মন্দিরে কন্যাশ্রীর প্রচার