প্রতিবেদন : আবর্জনা ফেলা নিয়ে বাক্বিতণ্ডা। তা থেকে চলল গুলি। মঙ্গলবার রাতে কসবার বৈকুণ্ঠপুরের ঘটনা। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। স্থানীয় সূত্রের খবর, আবর্জনা ফেলা নিয়ে স্থানীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন স্থানীয় ওই বাসিন্দা।
আরও পড়ুন-সংসদে আলোচনা ও পাশ মহিলা বিল, আগেই প্রাপ্য সম্মান দিয়েছেন তৃণমূলনেত্রী
স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর নিয়মিত নোংরা ফেলেন ফ্ল্যাটের ওই বাসিন্দা। তা নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত স্থানীয় ক্লাবের সদস্যদের লক্ষ্য করে পর পর দু’বার গুলি চালান। যদিও গুলির আঘাতে কেউ জখম হননি বলেই খবর। এই ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের কাছে কী ভাবে আগ্নেয়াস্ত্র এল, তার উপযুক্ত লাইসেন্স রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে নিয়ে স্থানীয়দের আরও অভিযোগ, গাড়িতে ‘প্রেস’ এবং ‘পুলিশ’ স্টিকার লাগিয়ে ঘুরে বেড়ান তিনি। তাঁর আসল পরিচয় নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে এলাকায়।