রৌনক কুন্ডু কোচবিহার: স্বনির্ভর দলের তৈরি সামগ্রী বিক্রিক শো রুম তৈরি হবে কোচবিহারে। সৃষ্টিশ্রী প্রকল্পে দ্বিতল ভবন তৈরির উদ্যোগ নিয়েছে কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহারের রাজ প্রাসাদ ও রাজবাড়ি উদ্যান লাগোয়া এলাকায় এই সৃষ্টিশ্রী ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে এই প্রকল্পে ২৩ লক্ষ টাকা ব্যায় হবে। রাজবাড়ি উদ্যানে ঢোকার মুখে পার্কিং জোনের পাশে ফাঁকা জমিতে এই প্রকল্পের কাজ হবে।
আরও পড়ুন-উত্তরে তুষার, দক্ষিণে উষ্ণ
কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা বলেন, খুব শ্রীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে। কোচবিহারে বেড়াতে এসে কোচবিহারের স্থানীয় মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী নায্য দামে কেনার সুযোগ পাবেন পর্যটকরা। এতে উৎসাহিত হবেন স্বনির্ভর দলের মহিলারা। মূলত কোচবিহারের স্বনির্ভর দলের মহিলাদের উৎপাদিত সামগ্রী বিক্রির বাজার তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন। যাতে মহিলারা অন্য কোনো ব্যাক্তি মারফত নয় সরাসরি তাঁর উৎপাদিত সামগ্রী সরাসরি বিক্রির সুযোগ পান। জানা গিয়েছে কোচবিহারে শীতল পাটি বিশ্বজুড়ে সুখ্যাতি আছে। কোচবিহারের স্বনির্ভর দলের মহিলারা এই শীতল পাটির জুতো টুপি ব্যাগ ঘর সাজাবার টুকিটাকি সহ নানা সামগ্রী তৈরি করেন। এছাড়াও তারা শোলা দিয়ে সামাজিক অনুষ্ঠানের মুকুট পুতুল নানা সামগ্রী তৈরি করেন। এছাড়াও কাঠের নানা দেবদেবীর মূর্তি ও ঘর সাজাবার জন্য নানা চোখ ধাঁধানো সামগ্রী তৈরি করতে পারেন মহিলারা। এছাড়াও মাশরুম চাষ করে উৎপাদিত সবজি বা নানা আচার, ডালের বরি, নানা ধরনের ডাল উৎপাদন করেন তাঁরা। তবে এতদিন কোনও সরকারি মেলা হলেই একমাত্র সরকারি স্টল থেকে স্বনির্ভর দলের মহিলারা স্টল থেকে এই সামগ্রী বিক্রির সুযোগ পেতেন। তবে এবার সৃষ্টিশ্রী প্রকল্পের শপিং মল হবে শুধুমাত্র এই স্বনির্ভর দলের জন্য। কোচবিহার জেলাশাসক দফতরে একটি সৃষ্টিশ্রী স্টল চালু হয়েছে।