দুবাই : নেপালের বিরুদ্ধে অপরাজিত হাফ সেঞ্চুরির পুরস্কার। আইসিসি একদিনের ক্রিকেটে ব্যাটারদের র্যাংকিংয়ে তিন নম্বর স্থান ধরে রাখলেন শুভমন গিল (Shubman Gill)। শীর্ষে পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যানডার ডুসেন। শুভমন ছাড়া ব্যাটারদের প্রথম দশে একমাত্র ভারতীয় বিরাট কোহলি। তিনি রয়েছেন ১০ নম্বরে। অধিনায়ক রোহিত শর্মা ১১তম স্থানে রয়েছেন। অন্যদিকে, বাবর ছাড়া প্রথম দশে রয়েছেন আরও দু’জন পাক ব্যাটার। চারে ইমাম উল হক এবং সাতে ফকর জামান। এদিকে, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে চাপের মুখে ৮২ রানের লড়াকু ইনিংসের জন্য ১২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এলেন ঈশান কিশান। একদিনের বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় মহম্মদ সিরাজ। তিনি রয়েছেন আট নম্বরে। অলরাউন্ডারদের ক্রমতালিকার দশম স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন- আয় বাড়ানোই লক্ষ্য, কলকাতাতেই চা প্রক্রিয়াকরণ হাব তৈরির পরিকল্পনা