প্রতিবেদন : নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে শকুনের রাজনীতিই এখন শুভেন্দু অধিকারীর একমাত্র রাস্তা। তাই এবার কেন্দ্রের টাকা বন্ধের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দীর্ঘ তিন পাতার চিঠি পাঠিয়েছেন শুভেন্দু। বাংলা আবাস যোজনা ও ১০০ দিনের কাজের টাকাও আটকে রেখেছে কেন্দ্র। আইসিডিএসের টাকা বন্ধের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে দরবার করেছেন অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুন-তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই
শকুনের রাজনীতি করতে গিয়ে এভাবেই বাংলার মানুষের সর্বনাশের জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি। কোনও অবস্থাতেই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে না উঠে একদিকে এজেন্সি দিয়ে ডিসটার্ব করা, অপরদিকে রাজ্যের প্রাপ্য আটকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে চাপে ফেলার চেষ্টা, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সবরকম প্রচেষ্টাই চালাচ্ছে বিজেপি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেও সব প্রকল্প চালু রেখেছেন। সাংসদ সৌগত রায় শুভেন্দুর এই শকুনের রাজনীতিকে তোপ দেগে বলেছেন, ও যা বলছে তার প্রমাণ দিক। এসব হাওয়ায় কথা বলে কোনও লাভ নেই।