তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই

আদালতে ফের তীব্র সমালোচনার মুখে সিবিআই। এবার সুপ্রিম কোর্টে। দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টের বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল সিবিআই।

Must read

প্রতিবেদন : আদালতে ফের তীব্র সমালোচনার মুখে সিবিআই। এবার সুপ্রিম কোর্টে। দিন কয়েক আগে কলকাতা হাইকোর্টের বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল সিবিআই। শুক্রবার এই কেন্দ্রীয় এজেন্সির তদন্তের গতিপ্রকৃতি নিয়েই প্রশ্ন তুলল শীর্ষ আদালত। শুধু প্রশ্ন নয়, বিরক্তি এবং সংশয়ও প্রকাশ করল আদালত। বিচারপতি সিবিআইয়ের কাছে জানতে চাইলেন, প্রাথমিকে নিয়োগ নিয়ে তদন্ত আদৌ কবে শেষ হবে। যা একপ্রকার ভর্ৎসনাই বলা যেতে পারে। এদিকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের রক্ষাকবচের মেয়াদ এদিন বৃদ্ধি করল শীর্ষ আদালত। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিবিআই তদন্ত চলবে এবং মানিক ভট্টাচার্যকেও সহযোগিতা করতে হবে তদন্তে। শুধু তিনি নন, এই মামলায় যুক্ত অন্য স্পেশ্যাল লিভ পিটিশনকারীদেরও রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হল একইভাবে।

আরও পড়ুন-গাড়ি-বাড়ির ঋণের সুদ বাড়ছে আবার

শুক্রবার মানিক ভট্টাচার্যের স্পেশ্যাল লিভ পিটিশনের শুনানি হয় সুপ্রিম কোর্টে। আদালত সিবিআইয়ের পক্ষে সওয়ালকারী অতিরিক্ত সলিসিটর জেনারেলের কাছে জানতে চায়, আর কত সময় লাগবে তদন্ত শেষ হতে। তদন্তের অগ্রগতির বিষয়েও বিস্তারিত তথ্য চায় শীর্ষ আদালত। অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, সিবিআইয়ের কাছ থেকে জেনে নিয়ে তা আদালতকে জানাবেন তিনি। এ কথা শুনে স্পষ্টতই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেলকে বলেন, সুনির্দিষ্ট সময় জানান। কারণ, দেখা গিয়েছে বহু মামলায় কয়েক দশক ধরে তদন্ত করেই যায় সিবিআই। বিচারপতির মন্তব্য, এক্ষেত্রে প্রথম দিনের শুনানিতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল তখন বিচারপতিকে জানান, ৩ মাসেই তদন্ত শেষ করবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। শুনানি শেষ হলেও শুক্রবার রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত। পুজোর ছুটির পরে সম্ভাবনা রায়দানের।

Latest article