প্রতিবেদন : কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া (Siddaramaiah and dk Shivakumar)। শনিবার একসঙ্গে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার-সহ (Siddaramaiah and dk Shivakumar) আরও ৮ বিধায়ক। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যপাল থাহরচাঁদ গেহলত তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বঢরা, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ, একাধিক বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রী। বিরোধী দলের হয়েও আমন্ত্রণ পাননি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, জগন্মোহন রেড্ডি, নবীন পট্টনায়েক ও অরবিন্দ কেরজিওয়াল৷ কর্নাটকে বিজেপিকে উড়িয়ে দিয়ে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। দলের এই জয়ে দক্ষিণ ভারত সম্পূর্ণ বিজেপিমুক্ত হয়েছে।
আরও পড়ুন- টানা ৯ঘণ্টা ৪০মিনিট জিজ্ঞাসাবাদ, বেরিয়ে এসে অভিষেকের তোপে বিধ্বস্ত বিজেপির এজেন্সি রাজনীতি