নতুনভাবে সেজে উঠছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের শিলিগুড়ি ডিপো। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে কাজের শিলান্যাস হতে চলেছে। কলকাতা থেকে এনবিএসটিসির শিলিগুড়ি ডিপোর সীমানা পাঁচিল ও ফ্লোরের কাজের শিলান্যাস করবেন মুখমন্ত্রী। মাল্লাগুড়ি ডিপোতে শেষবার কাজ হয়েছিল গৌতম দেব চেয়ারম্যান থাকাকালীন। তারপরে বহুদিন কোনও কাজ হয়নি। প্রতিদিন প্রায় দেড়শোর বেশি এনবিএসটিসির বাস ডিপোতে ঢোকে ও বের হয়। ফলে ফ্লোর অনেকটাই কমজোরি হয়ে গিয়েছে। তাই বাউন্ডারি ওয়াল ও ফ্লোর সংস্কারের উদ্যোগ নেয় রাজ্য সরকার। ইতিমধ্যে এই কাজের টেন্ডার প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে। এই কাজের জন্য এক কোটি পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, শিলিগুড়িতে এনবিএসটিসি ডিপোর বাউন্ডারি ওয়াল ও ফ্লোর সংস্কারের কাজ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বুধবার কলকাতা থেকে এই কাজের শিলান্যাস করবেন। দ্রুততার সঙ্গে শেষ করা হবে কাজ।
আরও পড়ুন- দেশে তৃতীয় বাংলা! দরাজ সার্টিফিকেট কেন্দ্রের, ২১০ হাসপাতাল গুণগত মানে সেরা