দিদির নির্দেশ মতোই চলবে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়নের কাজ

Must read

সংবাদদাত, শিলিগুড়ি: দিদির আর্শীর্বাদ নিয়ে, তার নির্দেশ মতোই শিলিগুড়ি-জলপাইগুড়ির উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে চান এসজেডিএর নতুন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের অধীন শিলিগুড়ির বিভিন্ন এলাকায় দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করা হবে।

আরও পড়ুন : হাইকোর্টের রায় দুর্ভাগ্যজনক, এনএইচ আর সি-র রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত, ক্ষোভ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের

জবর দখল হওয়া সরকারি জমি উদ্ধার করে তা উন্নয়নের কাজে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসজেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান জানান, দু’বছর আগে তিনি চেয়ারম্যান পদে থাকার সময় যে সব প্রকল্পের কাজ শুরু হয়ে আজও মাঝপথে আটকে রয়েছে, তা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ হবে। তারপরই কোনও নতুন পরিকল্পনা হাতে নেওয়া হবে।

তিনি জানান, দু’বছর আগে চালু হওয়া প্রায় ৮৩ টি প্রকল্পের কাজ আটকে রয়েছে। যার মধ্যে লাটাগুড়িতে একটি বিশাল পার্কের কাজ আজও অর্ধসমাপ্ত রয়েছে। বিধাননগরে পাইনঅ্যাপেল সেন্টর তৈরি, কয়েকটি অতিথিআবাস নির্মাণের কাজও অর্ধেক হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত সমস্ত অর্ধসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে। তারপর শিলিগুড়ি-জলপাইগুড়ি ট্র্যাফিক উন্নয়নে ফ্লাইওভার ও বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন : ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর ফর্ম তোলা নিয়ে জেলাশাসকদের পরামর্শ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

 

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের পুনর্গঠন করে পর্ষদের চেয়ারম্যান পদে সৌরভ চক্রবর্তীকে পুনরায় দায়িত্ব দেওয়া হলো। একই সঙ্গে অমর কুমার রাই ও অশোক রায় প্রধানকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। নতুন পর্ষদে রাজ্য সরকারের নগর উন্নয়ন দফতরের সদস্য হিসেবে রয়েছেন দার্জিলিং ও জলপাইগুড়ির জেলাশাসক। যদিও সেখানে কোনও বিশেষ পরিবর্তন করা হয়নি। পুরসভার প্রশাসক মন্ডলিতে চেয়ারম্যান গৌতম দেব রয়েছেন। এছাড়া কিছু নতুন সদস্যদের বোর্ডে সামিল করা হয়েছে।
সৌরভ বাবু ছাড়াও আরও ২১ জন সদস্য রয়েছেন প্রশাসনিক বোর্ডে। বেশ কিছু নতুন মুখ আনা হয়েছে বোর্ডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই এই পরিবর্তন বলে সূত্রের খবর। এ বিষয়ে সৌরভ চক্রবর্তী বলেন, ‘দিদি আমার উপর আস্থা রেখেছেন। আমাকে নতুন দায়িত্ব দিয়েছেন।’

Latest article