বঙ্গ

দিদির নির্দেশ মতোই চলবে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়নের কাজ

সংবাদদাত, শিলিগুড়ি: দিদির আর্শীর্বাদ নিয়ে, তার নির্দেশ মতোই শিলিগুড়ি-জলপাইগুড়ির উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে চান এসজেডিএর নতুন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের অধীন শিলিগুড়ির বিভিন্ন এলাকায় দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করা হবে।

আরও পড়ুন : হাইকোর্টের রায় দুর্ভাগ্যজনক, এনএইচ আর সি-র রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত, ক্ষোভ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের

জবর দখল হওয়া সরকারি জমি উদ্ধার করে তা উন্নয়নের কাজে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসজেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান জানান, দু’বছর আগে তিনি চেয়ারম্যান পদে থাকার সময় যে সব প্রকল্পের কাজ শুরু হয়ে আজও মাঝপথে আটকে রয়েছে, তা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ হবে। তারপরই কোনও নতুন পরিকল্পনা হাতে নেওয়া হবে।

তিনি জানান, দু’বছর আগে চালু হওয়া প্রায় ৮৩ টি প্রকল্পের কাজ আটকে রয়েছে। যার মধ্যে লাটাগুড়িতে একটি বিশাল পার্কের কাজ আজও অর্ধসমাপ্ত রয়েছে। বিধাননগরে পাইনঅ্যাপেল সেন্টর তৈরি, কয়েকটি অতিথিআবাস নির্মাণের কাজও অর্ধেক হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত সমস্ত অর্ধসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে। তারপর শিলিগুড়ি-জলপাইগুড়ি ট্র্যাফিক উন্নয়নে ফ্লাইওভার ও বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন : ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর ফর্ম তোলা নিয়ে জেলাশাসকদের পরামর্শ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

 

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের পুনর্গঠন করে পর্ষদের চেয়ারম্যান পদে সৌরভ চক্রবর্তীকে পুনরায় দায়িত্ব দেওয়া হলো। একই সঙ্গে অমর কুমার রাই ও অশোক রায় প্রধানকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। নতুন পর্ষদে রাজ্য সরকারের নগর উন্নয়ন দফতরের সদস্য হিসেবে রয়েছেন দার্জিলিং ও জলপাইগুড়ির জেলাশাসক। যদিও সেখানে কোনও বিশেষ পরিবর্তন করা হয়নি। পুরসভার প্রশাসক মন্ডলিতে চেয়ারম্যান গৌতম দেব রয়েছেন। এছাড়া কিছু নতুন সদস্যদের বোর্ডে সামিল করা হয়েছে।
সৌরভ বাবু ছাড়াও আরও ২১ জন সদস্য রয়েছেন প্রশাসনিক বোর্ডে। বেশ কিছু নতুন মুখ আনা হয়েছে বোর্ডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই এই পরিবর্তন বলে সূত্রের খবর। এ বিষয়ে সৌরভ চক্রবর্তী বলেন, ‘দিদি আমার উপর আস্থা রেখেছেন। আমাকে নতুন দায়িত্ব দিয়েছেন।’

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

46 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago