শিল্পসাথী পোর্টাল এবার ২৪ ঘণ্টাই

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার একই জায়গা থেকে শিল্প সংস্থাগুলির বিভিন্ন রকমের ছাড়পত্র দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা শিল্পসাথী পোর্টালটি ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। দু’মাসের মধ্যে আরও উন্নত সুযোগ-সুবিধা যুক্ত এই পোর্টালটি চালু হয়ে যাবে বলে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা (Silpa Sathi- Shashi Panja) জানিয়েছেন। নতুন পোর্টালটি সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করবে। কলকাতায় এক বণিকসভার অনুষ্ঠানে শিল্পমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে শিল্প পরিকাঠামো মানোন্নয়নে রাজ্য সরকার একটি পৃথক নীতির পরিকল্পনা করছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই খরচ কমাতে বহুমুখী পরিবহণ পরিকাঠামো নীতি চালু করেছে। একই থাকে রাজ্য একটি নিজস্ব নীতি তৈরির কথা চিন্তাভাবনা করা হচ্ছে। শিল্পমন্ত্রী (Silpa Sathi- Shashi Panja) এও জানিয়েছেন, সরকারের কাছে বিনিয়োগের ক্ষেত্রে বড় বা ছোট শিল্পের মধ্যে কোনও ভেদাভেদ নেই। দু’ধরনের শিল্পের বিনিয়োগকারীকে একই রকম ভাবে সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত রাজ্য। তাঁদের সমস্যা মেটাতেও শিল্প দফতর একই ধরনের তৎপরতা দেখাবে বলে তাঁর আশ্বাস।

আরও পড়ুন-এবার রাজ্যে দুয়ারে কোভিড টিকাকরণ!

Latest article