মাদ্রিদ, ১২ এপ্রিল : বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাঞ্চেস্টারে গিয়ে প্রথম লেগের ম্যাচটা ০-১ গোলে হেরে গিয়েছিল অ্যাটলেটিকো। তাই সেমিফাইনালে ওঠার জন্য এই ম্যাচটা অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হবে দিয়েগো সিমিওনের দলকে। অ্যাটলেটিকোর সুবিধে, গুরুত্বপূর্ণ ম্যাচটা তারা খেলবে নিজেদের ঘরের মাঠে।
আরও পড়ুন-নববর্ষে ইলিশ খেতে চান ফিঞ্চ
প্রথম লেগে শুধু দলের হার নয়, নিজের রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়েও কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল সিমিওনেকে। ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা এবং তারকা ফুটবলার কেভিন ডি’ব্রুইন ম্যাচে পর সরাসরি তোপ দেগেছিলেন অ্যাটলেটিকো কোচকে। সেই সমালোচনার জবাব সিমিওনে বুধবার রাতের ম্যাচে সুদে-আসলে ফিরিয়ে দিতে পারেন কি না, সেটাই দেখার।
আরও পড়ুন-বিশ্বকাপ জয় নিয়ে হরভজনের তোপ
এদিকে, প্রথম লেগে বেনফিকাকে তাদের ঘরের মাঠেই ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারের দিকে এক পা বাড়িয়ে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক প্রধান লিভারপুল। বুধবার রাতে ফিরতি লেগের ম্যাচটা তাই ড্র করলে তো বটেই, এক গোলের ব্যবধানে হেরে গেলেও জুরগেন ক্লপের দল সেমিফাইনালের টিকিট হাতে পেয়ে যাবে। যদিও অঙ্কের হিসেব মাথায় না রেখে, শুরু থেকেই গোলের জন্য ঝাঁপাতে চায় লিভারপুল।