বোর্ড-বৈঠকে ঋদ্ধি-ইস্যু

সাংবাদিকের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিন শটও সোশ্যাল মিডিয়ার পোস্ট করে দেন ঋদ্ধি। এই ঘটনায় গোটা দেশের ক্রিকেট মহলে তুমুল আলোড়ন পড়ে গিয়েছিল।

Must read

নয়াদিল্লি, ১২ এপ্রিল : আগামী ২৩ এপ্রিল বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভা বসবে। আর সেই সভায় এক সাংবাদিকের বিরুদ্ধে করা ঋদ্ধিমান সাহার অভিযোগ নিয়ে রিপোর্ট পেশ করবে তিন সদস্যের কমিটি। এছাড়াও ওই সভার এজেন্ডায় আরও সাতটি বিষয় রয়েছে। তার মধ্যে অন্যতম রঞ্জি ট্রফির নকআউট পর্বের ভেনু চূড়ান্ত করা।

আরও পড়ুন-সিটি-ম্যাচে দু’গোলে জয় চাই সিমিওনের, ড্র করলেই সেমিফাইনালে লিভারপুল

প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় চাঞ্চল্যকর ঘটনা ঋদ্ধি-বিতর্ক। ঋদ্ধিমান অভিযোগ করেছিলেন, সাক্ষাৎকার দিতে চাননি বলে, এক ক্রীড়া সাংবাদিক তাঁকে হুমকি দিয়েছেন। ওই সাংবাদিকের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিন শটও সোশ্যাল মিডিয়ার পোস্ট করে দেন ঋদ্ধি। এই ঘটনায় গোটা দেশের ক্রিকেট মহলে তুমুল আলোড়ন পড়ে গিয়েছিল।

আরও পড়ুন-নববর্ষে ইলিশ খেতে চান ফিঞ্চ

ঘটনার গুরুত্ব বুঝে নড়েচড়ে বসে বিসিসিআইও। তিন সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করা হয়। তাঁরা হলেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের অন্যতম সদস্য প্রভতেজ ভাটিয়া। শুরুতে ওই সাংবাদিকের নাম প্রকাশ্যে না আনলেও, তিন সদস্যের কমিটির কাছে বয়ান দেওয়ার সময়, তা জানিয়ে দেন ঋদ্ধি। ওই সাংবাদিককেও আত্মপক্ষ সমর্থনের জন্য ডেকেছিল রিভিউ কমিটি। এবার যাবতীয় রিপোর্ট ২৩ তারিখ বোর্ডের সভার পেশ করবেন রিভিউ কমিটির তিন সদস্য।

Latest article