অনিশ্চিত কমনওয়েলথেও এশিয়াড ট্রায়ালে রাজি নন সাইনা

২৮ জুলাই থেকে ৮ আগস্ট বার্মিংহামে বসবে কমনওয়েলথ গেমসের আসর। অন্যদিকে, চিনের হ্যাংঝৌ শহরে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর এশিয়ান গেমসের আসর বসবে।

Must read

নয়াদিল্লি, ১২ এপ্রিল : আসন্ন এশিয়ান গেমস এবং কমনওয়েথ গেমসের ট্রায়াল থেকে সরে দাঁড়ালেন সাইনা নেহওয়াল। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে (বাই) তিনি চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন। চলতি বছরের ২৮ জুলাই থেকে ৮ আগস্ট বার্মিংহামে বসবে কমনওয়েলথ গেমসের আসর। অন্যদিকে, চিনের হ্যাংঝৌ শহরে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর এশিয়ান গেমসের আসর বসবে।

আরও পড়ুন-বোর্ড-বৈঠকে ঋদ্ধি-ইস্যু

বাইয়ের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়াড এবং কমনওয়েলথ গেমসের দল নির্বাচনের জন্য ১৫-২০ এপ্রিল ট্রায়ালের আসর বসবে। কমনওয়েলথে ১০ জনের ভারতীয় ব্যাডমিন্টন দল অংশ নেবে। এর মধ্যে ৫ জন পুরুষ এবং ৫ জন মহিলা। একই ভাবে এশিয়াডে কুড়ি জনের দল পাঠানো হবে। যার মধ্যে ১০ জন পুরুষের টিমে এবং ১০ জন মহিলাদের।

আরও পড়ুন-সিটি-ম্যাচে দু’গোলে জয় চাই সিমিওনের, ড্র করলেই সেমিফাইনালে লিভারপুল

ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের প্রথম পনেরোতে থাকা ভারতীয় শাটলাররা সরসারি এই দু’টি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বাকি ১৬ থেকে ৫০ জনের মধ্যে থাকা খেলোয়াড়দের ট্রায়ালে অংশ নিতেই হবে। এদিকে, সাইনার বর্তমান ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ২৩!

Latest article