কুয়ালালামপুর, ৩০ জুন : ইন্দোনেশিয়া ওপেনের ব্যর্থতা কাটিয়ে মালয়েশিয়া ওপেনে দারুণ ছন্দে পিভি সিন্ধু। দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার বৃহস্পতিবার মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। এদিকে, সাম্প্রতিক কালের চমৎকার ফর্ম বজার রেখেছেন এইচ এস প্রণয়। তিনি বিশ্বের চার নম্বর চৌউ তিয়েন চেনকে হারিয়ে শেষ আটের টিকিট ছিনিয়ে নিয়েছেন। তবে সিন্ধু-প্রণয়ের জয়ের দিনে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন আরেক ভারতীয় তারকা পারুপাল্লি কাশ্যপ।
আরোও পড়ুন-সাঁতারু মাসুদুর রহমানের অনুপ্রেরণায় এগিয়ে চলেছে বাপী
এদিন সিন্ধু কোর্টে নেমেছিলেন থাইল্যান্ডের ফিট্রায়াপর্ন চাইওয়ানের বিরুদ্ধে। ২১ বছর বয়সী থাই শাটলার কঠিন পরীক্ষার মুখে ফেলেছিলেন সপ্তম বাছাই ভারতীয় তারকাকে। যদিও তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৯-২১, ২১-৯, ২১-১৪ ব্যবধানে ম্যাচ জিতে নেন সিন্ধু। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী চিনা তাইপের তাই জু ইয়ং।
অন্যদিকে, ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালিস্ট প্রণয় কোর্টে নেমেছিলেন বিশ্বের চার নম্বর চৌউ তিয়েন চেনের বিরুদ্ধে। র্যা ঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে থাকা প্রতিপক্ষকে ২১-১৫, ২১-৭ সরাসরি গেমে উড়িয়ে দেন তিনি। পরের রাউন্ডে প্রণয় খেলবেন টুর্নামেন্টের সপ্তম বাছাই ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে। তবে কাশ্যপ ১৯-২১, ১০-২১ গেমে হেরে যান থাইল্যান্ডের শাটলার কুলনাভুট ভিটিদসর্নের কাছে।