কোর্টে ঝড় তুলে ফাইনালে সিন্ধু

প্রসঙ্গত, চলতি বছরে সিন্ধু এখনও পর্যন্ত দু’টি সুপার ৩০০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ও সুইস ওপেন

Must read

সিঙ্গাপুর, ১৬ জুলাই : কমনওয়েলথ গেমসের আগে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ পিভি সিন্ধুর সামনে। শনিবার জাপানের সায়েনা কাওয়াকামিকে সরাসরি গেমে উড়িয়ে দিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে উঠলেন দুর্দান্ত ফর্মে থাকা সিন্ধু। তাঁর সামনে এবার বছরের প্রথম সুপার ৫০০ খেতাব জয়ের সুবর্ণ সুযোগ। প্রসঙ্গত, চলতি বছরে সিন্ধু এখনও পর্যন্ত দু’টি সুপার ৩০০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ও সুইস ওপেন।

আরও পড়ুন-সিআআই ও রাজ্য সরকার আয়োজিত আধুনিক ফেডারালিজমের আলোচনা সভায় বিস্ফোরক কপিল সিব্বল – মলয় ঘটক, বাছাই করা বিশেষণে ধুইয়ে দিলেন বিজেপিকে

মুখোমুখি সাক্ষাৎকারে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এদিন কাওয়াকামির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সিন্ধু। মাত্র ৩১ মিনিটেই জাপানি প্রতিদ্বন্দ্বীকে ২১-১৫, ২১-৭ গেমে বিধ্বস্ত করে জয় ছিনিয়ে নেন দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা। ২৪ বছরের কাওয়াকামি প্রথম গেমে তাও কিছুটা লড়াই করেছিলেন। কিন্তু দ্বিতীয় গেমে তাঁকে প্রায় দাঁড় করিয়েই ম্যাচ পকেটে পুরে নেন সিন্ধু। তাঁর জোরালো স্ম্যাশ এবং নিখুঁত কোর্ট প্লে-র কোনও পালটা জবাব ছিল না কাওয়াকামির র্যা কেটে।

আরও পড়ুন-জলোচ্ছ্বাসে নদী ও সমুদ্রবাঁধ, ভেঙে বিপদে সাগর, সুন্দরবন

এইচ এস প্রণয় এবং সাইনা নেহওয়াল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন। সেখানে সিন্ধু সেমিফাইনালে উঠেছিলেন চিনা শাটলার হ্যান ইয়ুকে হারিয়ে। সামনেই কমনওয়েলথ গেমস। সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হতে পারলে, বার্মিংহামে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে কোর্টে নামতে পারবেন সিন্ধু।

Latest article