করোনায় প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আলমগীর

Must read

করোনা কেড়ে নিল আরও এক কিংবদন্তিকে। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফকির আলমগীর। শুক্রবার বেশি রাতে বাংলাদেশের গুলশানের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। ১৪ জুলাই থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মাটির গানের সুরে দুই বাঙলার রসিক শ্রোতার হৃদয় জয় করে নেওয়া এই সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ দুই বাংলা।

আরও পড়ুন-এবার কি যখন তখন কাউকে গ্রেফতার? দিল্লি পুলিশকে বিশেষ আইন ব্যবহারের অনুমতিতে বাড়ছে সন্দেহ

১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের ফরিদপুরে জন্ম ফকির আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে এমএ পাস করার পর ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ষাটের দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সঙ্গীত বলয়ে প্রবেশ করেন। ’৬৯-এর গণঅভ্যুত্থানে এক বিশেষ ভূমিকা পালন করেন। তার গান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সকলের মুখে মুখে ঘুরত। স্বাধীনতার পর ফকির আলমগীর পপ ঘরানার গানে যুক্ত হন। পাশ্চাত্য সংগীতের সঙ্গে বাংলার লোকজ সুরের সমন্বয় ঘটিয়ে তিনি বহু গান সৃষ্টি করেছেন। শিল্পের দুনিয়ায় তাঁর অসামান্য কৃতিত্বের জন্য বাংলাদেশের একাধিক রাষ্ট্রীয় সম্মানের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক তাঁকে মহাসম্মাননা দেওয়া হয়। পেয়েছেন ত্রিপুরার সংস্কৃতির সমন্বয় পুরস্কারও। ‘বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ’ পুরস্কারেও তাঁকে ভূষিত করা হয়।

Latest article