সংবাদদাতা, সিঙ্গুর : ২০০৬ সালের ১৮ ডিসেম্বর সিঙ্গুরে কৃষক আন্দোলনের নেত্রী তাপসী মালিককে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়। গত ১৫ বছর এই দিনটিকে সিঙ্গুরের কৃষিজমি রক্ষা কমিটি শ্রদ্ধার সঙ্গে পালন করে। শনিবার সকালে সিঙ্গুরের কৃষক মান্ডিতে তাপসী মালিকের মর্মর মূর্তিকে মালা দিয়ে শ্রদ্ধা জানান সিঙ্গুরের জননেতা, মন্ত্রী বেচারাম মান্না। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বিধায়ক ড. করবী মান্না। মন্ত্রী বলেন, সিঙ্গুরের জমি আন্দোলন কৃষকদের কাছে এক রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। যেভাবে তৎকালীন বামফ্রন্ট সরকার গায়ের জোরে পুলিশ দিয়ে জমি আন্দোলনকারীদের মেরে টাটাদের জন্য কৃষিজমি দখলের চেষ্টা চালায় জীবন দিয়ে, রক্তের বিনিময়ে তা রুখে দেন এখানকার কৃষকরা।
আরও পড়ুন : দুয়ারে রেশন পেলেন পাঁচ কোটি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কৃষকদের পাশে দাঁড়িয়ে মরণপণ লড়াইয়ের মধ্য দিয়ে জমি উদ্ধার করে কৃষকদের দিয়েছিলেন। সেদিন আন্দোলনের প্রথম সারির নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তাপসী মালিক। যে জন্য তাঁকে জীবন দিতে হয়। দেশের কৃষকদের মেরে বিজেপি এখন সিঙ্গুরের কৃষকদের জন্য মায়াকান্না জুড়েছে। গত তিনদিন ধরে বিজেপি নেতারা কলকাতা থেকে এসে নাটক করছিল, সিঙ্গুরের প্রকৃত কৃষকরা তাদের ঝেঁটিয়ে বিদায় করেছে। গতকাল যে স্থানে ওরা আন্দোলন করতে এসেছিল, সেই পবিত্র মাটি গোবর ও গঙ্গাজল দিয়ে শুদ্ধীকরণ করেন সিঙ্গুরের হাজার হাজার কৃষক রমণী। বিজেপির কৃষকদের প্রতি সহানুভূতি যে কতটা মেকি এখানকার কৃষকরা বুঝেছেন। শনিবার সকালে বেচারাম ও করবী মান্না দুজনেই তাপসী মালিকের বাড়িতে গিয়ে তাঁর বাবা মনোরঞ্জন মালিক ও মায়ের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।